পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রমরমিয়ে বেচা-কেনা, বারুইপুর বাজারে উধাও করোনা বিধি - covid-19

গোটা দেশ করোনা আতঙ্কে তটস্থ ৷ নতুন করে জারি হচ্ছে রাত্রিকালীন কার্ফু ৷ বঙ্গেও বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার ৷ গত 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 491 জন ৷ রবিবার তার মধ্যেই জেলার বারুইপুর বাজারে দেখা গেল উল্টো ছবি ৷ রবিবারের বাজারে ভিড়ের ঠেলায় তিল ধারণের জায়গা নেই ৷ দূরত্ব বিধি মানা তো দূরের কথা, বেশিরভাগ ক্রেতার মুখেই মাস্কটুকুও নেই ৷ প্রশাসনিক নির্দেশিকার পরও মানা হচ্ছে না নিয়ম ৷ মাস্ক-স্যানিটাইজারের কথা বললে ভেসে আসছে বাঁকা উত্তর ।

বারুইপুর বাজারে উধাও করোনা বিধি ৷
বারুইপুর বাজারে উধাও করোনা বিধি ৷

By

Published : Apr 18, 2021, 6:16 PM IST

Updated : Apr 18, 2021, 7:02 PM IST

বারুইপুর, 18 এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে এবং রাজ্যে আক্রান্ত এবং মৃত্যুর হার প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী । পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে, কিছু রাজ্যে করোনায় মৃতদের দেহ সৎকারের জায়গা কম পড়েছে ৷ ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে রাত্রিকালীন কার্ফু জারি হয়েছে ৷ এ রাজ্যেও নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর । বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণের হার ৷ তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার নামও ৷ তবে জেলার বারুইপুর বাজারের ছবি দেখে বোঝবার জো নেই যে, জেলায় গত 24 ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা 491 জন ৷ বেচা-কেনার ঠেলায় শিকেয় উঠেছে করোনা বিধি ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত 24 ঘণ্টায় দক্ষিণ 24 পরগনায় আক্রান্তের সংখ্যা প্রায় 491 জন । করোনামুক্ত হয়েছেন 225 জন । গত 24 ঘণ্টায় 2 জনের মৃত্যু হয়েছে ৷ বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ৷ বড় বড় বাজারে দোকান মালিকদের কাছে প্রশাসনের তরফে বলা হয়েছে, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় না করার জন্য ৷ দূরত্ব বিধি মেনেই কেনাকাটা করার কথা বলা হয়েছে জেলা প্রশাসনের তরফে । দোকানে অনলাইন ট্রানজ্যাকশন ও হোম-ডেলিভারির ব্যবস্থা রাখার কথা বলেছে প্রশাসন ৷ সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালাচ্ছে পুলিশ-প্রশাসন ।

করোনার দ্বিতীয় স্ট্রেনের মধ্যেও শিকেয় করোনা বিধি বারুইপুর বাজারে ৷

তবে এসব বিধি-নিষেধ শিকেয় উঠেছে বারুইপুর বাজারে ৷ রবিবারে বাজারে চোখে পড়ল অতি পুরোনো সেই ছবি । দূরত্ব বিধি তো দূর কি বাত, ক্রেতা-বিক্রেতা কারোর মুখেই দেখা মিলল না ন্যূনতম মাস্ক ৷ আর ওই অবস্থাতেই দোকানের মধ্যে ক্রেতাদের গাদাগাদি ভিড় ৷ প্রয়োজনীয় জিনিস-পত্তর কেনার ধুম পড়েছে তাঁদের ৷ গুটিকয়েক মানুষের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগকেই দেখা যায় মাস্ক ছাড়া ৷ মাস্ক-স্যানিটাইজারের কথা বললে ভেসে আসছে বাঁকা উত্তর ।

করোনার প্রশাসনিক বিধি-নিষেধ মেনে চলাটা এই মুহূর্তে সবথেকে বড় করণীয় ৷ তা না করলে করোনায় আক্রান্ত বা মৃত্যুর হার কোনওটাই কমানো সম্ভব নয় ৷ সংক্রমণ রুখতে সবচেয়ে বড় ভূমিকা সাধারণ মানুষের ৷ কিছু মানুষ সে কথা ভুলে গেলে ভয়ানক পরিস্থিতির মোকাবিলা করতে হবে রাজ্যকে ।

Last Updated : Apr 18, 2021, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details