পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid positive Health worker: ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত চিকিৎসক-সহ শতাধিক স্বাস্থ্যকর্মী - ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত শতাধিক

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে করোনার হানা ৷ 110 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন (Covid positive Health worker)। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও ৷

Covid positive Health worker
ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত শতাধিক

By

Published : Jan 6, 2022, 10:56 PM IST

ডায়মন্ডহারবার, 6 জানুয়ারি: রাজ্য ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ৷ বাদ যাচ্ছেন না নেতা-মন্ত্রী থেকে শুরু করে চিকিৎসক, নার্স এমনকি স্বাস্থ্যকর্মীরা ৷ এবার রাজ্যের অন্যান্য হাসপাতালগুলির মতো করোনা হানা দিল ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে। করোনায় আক্রান্ত হয়েছেন 40 জন চিকিৎসক, 25 জন নার্স-সহ 45 জন স্বাস্থ্যকর্মী। মোট 110 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন (Covid positive Health worker)।

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ার কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে চিকিৎসক মহলের একাংশ। ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা: উৎপল দাঁ বলেন, "একসঙ্গে প্রায় 110 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে চিকিৎসা পরিষেবায় ৷ ইতিমধ্যে সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে ৷ অন্যান্য চিকিৎসকদের নিয়ে চিকিৎসা পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ বাতিল করা হয়েছে বহু চিকিৎসকের ছুটি। "

ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত শতাধিক

আরও পড়ুন: তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় প্রস্তুত বারুইপুর মহকুমা হাসপাতাল

রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ে উদ্বেগ বাড়ছে রাজ্য স্বাস্থ্য দফতরের। অন্যান্য হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলেও ব্যতিক্রম ছিল ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ। এবার সেখানেও হানা দিল করোনা ৷ চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ উদ্বিগ্ন দক্ষিণ 24 পরগনা জেলা স্বাস্থ্য দফতরও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details