পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইএসআই হাসপাতালে করোনা আক্রান্তের মৃত্যুতে গাফিলতির অভিযোগ - ESIC MEDICAL COLLEGE AND HOSPITAL

হাসপাতালে ভর্তি করার পর প্রথম দুদিন রোগীর সঙ্গে কথা হয়েছিল পরিবারের ৷ তারপর চিকিৎসকরাই রোগীর শারীরিক অবস্থার কথা জানাতেন রোগীর পরিজনকে ৷

চিকিৎসার গাফিলতিতে করোনা আক্রান্তের ইএসআই হাসপাতালে মৃত্যু !
চিকিৎসার গাফিলতিতে করোনা আক্রান্তের ইএসআই হাসপাতালে মৃত্যু !

By

Published : May 15, 2021, 10:37 AM IST

Updated : May 15, 2021, 2:01 PM IST

ঠাকুরপুকুর, 15 মে : ফের চিকিৎসার গাফিলতিতে করোনা আক্রান্তের মৃত্যু ৷ অভিযোগ উঠল জোকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে ৷ মৃতা ঠাকুরপুকুরের বাসিন্দা রাবিয়া হোসেন (66) ৷ সোমবার ওই করোনা রোগীকে জোঁকার ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয় ৷

মৃতের পরিবারের দাবি, হাসপাতালে ভর্তি করার পর প্রথম দিন দুয়েক পরিবারের সঙ্গে ফোনে কথা হয় ৷ তারপর থেকে কথা হয় না ৷ চিকিৎসকরা জানাতেন তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে ৷ তারপর, গত দুদিন ফোন ধরছিলেন না রোগী ৷

আরও পড়ুন : চিকিৎসার গাফিলতিতে মৃত্যু কোভিড রোগীর, বিক্ষোভ নার্সিংহোমে

গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে পরিবারের অভিযোগ, মৃতের মাথায় গভীর ক্ষত রয়েছে ৷ অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় রোগীর মৃত্যু হয়নি ৷ রোগীকে ঠিকঠাক দেখাশোনা না করায় তাঁর মৃত্যু হয়েছে ৷ কোনওভাবে পড়ে গিয়ে মাথায় চোট লেগে তাঁর মৃত্যু হয়েছে ৷

মৃতের পরিবারের সদস্যরা সঠিক তদন্তের স্বার্থে ঠাকুরপুকুর থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

Last Updated : May 15, 2021, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details