ক্যানিং, 13 মে : দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে নব নির্মিত মাদার অ্যাণ্ড চাইল্ড হাবের রূপ বদলে তৈরি করা হচ্ছে জেলার সর্ববৃহৎ কোভিড হাসপাতাল ৷ থাকবে প্রায় 300 শয্যা । যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ । নব নির্মিত এই ভবন দ্রুত চালু করা হবে । সৌজন্যে হাওড়ার গো ধার্মিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ।
আরও পড়ুন :সংবিধান মেনে যা করার করব, মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি রাজ্যপালের
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার প্রসূতিদের সুবিধার্ধে মাদার অ্যান্ড চাইল্ড হাব নির্মানের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর । তবে বর্তমানে করোনা পরিস্থিতির মোকাবিলায় আপাতত সেই হাবকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে । এই সাহায্যের জন্য এগিয়ে এসেছে হাওড়ার গো ধার্মিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন । এই সংস্থার পক্ষ্য থেকে প্রায় 300 চি শয্যা সহ পর্যাপ্ত অক্সিজেন সিলি্ডারের ব্যবস্থা করা হবে বলা জানা গিয়েছে । প্রথম পর্যায়ে এই সংস্থা কর্তৃপক্ষের হাতে 50 টি শয্যা ও 50 টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছে ৷ খুব শীঘ্রই আরও 50 টি শয্যা ও 50 টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেবে বলে জানিয়েছে ওই সংস্থা ।
শুধু ক্যানিংয়েই নয়, কিছু দিনের মধ্যেই দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালি উপস্বাস্থ্য কেন্দ্র সহ চড়াবিদ্যা উপস্বাস্থ্য কেন্দ্র এবং গোসাবা ব্লকের প্রত্যন্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতেও তাঁরা বেড এবং অক্সিজেন সিলিন্ডার তুলে দেবেন বলে জানিয়েছেন সংস্থার কো অর্ডিনেটর দেবব্রতবাবু । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানেই তাঁদের এগিয়ে আসা বলে জানান তিনি ৷
স্বাস্থ্য দফতরের 12 মের বুলেটিন অনুযায়ী দক্ষিন 24 পরগনায় 1149 জন করোনায় আক্রান্তের খোঁজ মিলেছে । মৃত্যু হয়েছে 11 জনের । এদিকে ক্যানিং মহকুমাতেও প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ । ক্যানিয়ে প্রায় 18 লাখ মানুষের বসবাস । এছাড়ও এই হাসপাতালে চিকিৎসার জন্য উত্তর 24 পরগনার সন্দেশখালি থেকেও বহু রোগী আসেন । স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে এই মহকুমা হাসপাতালে ।