বারুইপুর, 14 মে: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার হেল্পলাইন নম্বর চালু করলেন বিধায়ক। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আর বিধায়ক হওয়ার পরেই করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরোদমে নেমে পড়েছেন তিনি। কীভাবে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো যায় তা নিয়ে আলোচনাও করেন বারুইপুর মহকুমা শাসকের দফতরে। বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় মোট দু’টি সেফ হোম রয়েছে। সীতাকুন্ড কিষান মান্ডি ও মমরেজ গড়ে। এই সেফ হোম দু’টিতে কিভাবে বেডের সংখ্যা বাড়ানো যায়, আরও কী কী পদক্ষেপ নিলে করোনা মোকাবিলা করা যায় তা নিয়েই এদিন বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দারের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
এদিনের বৈঠকে এসডিও ও বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রাখি পাল ও বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। বৈঠক শেষে বিভাস সর্দার জানিয়েছেন, বিধায়ক হওয়ার পর আমার প্রথম কাজ মানবসেবা করা। আর তাই করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করেছেন। যেখানে ফোন করলেই মিলবে অক্সিজেন সিলিন্ডার, পিপিইকিট সহ অন্যান্য সুবিধা। টেলিকনফারেন্সে করোনা আক্রান্তরা ডাক্তারের পরামর্শ নিতেও পারবেন। হাসপাতালে ভর্তি করার জন্য মিলবে অ্যাম্বুলেন্স ও কোনও করোনা আক্রান্ত রোগী মারা গেলে তাঁর দেহ নিয়ে যাওয়ার জন্য মিলবে শববাহী গাড়িও।