পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণধর্ষণে 2 দোষী সাব্যস্তের যাবজ্জীবন, পাচার মামলার আসামীকে 14 বছরের কারাদণ্ড দিল আদালত - court sentenced

Sentence of Imprisonment: দক্ষিণ 24 পরগনায় যুবতিকে গণধর্ষণের মামলায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর আদালত ৷ অন্যদিকে, নিষিদ্ধ ফেনসিডিল পাচার মামলায় দোষী সাব্যস্তকে 14 বছরের কারাদণ্ড দিল আসানসোল আদালত ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 4:25 PM IST

বিষ্ণুপুর ও আসানসোল, 22 ডিসেম্বর: আইনি জটিলতা কাটিয়ে 7 বছর পর গণধর্ষণে 2 দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর আদালত । পাশাপাশি 20 হাজার টাকা জরিমানা ।

2016 সালের 13 অক্টোবর, দক্ষিণ 24 পরগণা জেলার বিষ্ণুপুর থানা এলাকার ঘটনা ৷ দুর্গাপুজোর বিসর্জন দেখে রাত 11টা নাগাদ বাড়ি ফেরার সময় প্রতিবেশী দুই যুবকের গণধর্ষণের শিকার হয় যুবতি । থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করে পুলিশ । যদিও পরে জামিনে মুক্ত হয় দুই অভিযুক্ত ৷ তারপর থেকেই নির্যাতিতার পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করে । ভয়ে এবং অপমান সহ্য করতে না পেরে বছর বাইশের যুবতি সে বছরই 26 ডিসেম্বর অবসাদে আত্মঘাতী হয় ৷ এভাবে মেয়ের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা-মা-ভাই থেকে শুরু করে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা ।

এই ঘটনার পর ফের একবার তদন্তে নেমে বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত সুধেন্দু পাল ও কার্তিক জানাকে গ্রেফতার করে । দীর্ঘদিন সংশোধনাগারে থাকার পাশাপাশি আদালতে তাদের বিচার চলতে থাকে । অবশেষে আলিপুর আদালত 2023 সালের 20 ডিসেম্বর দোষীদের সাজা ঘোষণা করে । সেখানে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড ও 20 হাজার টাকা জরিমানা করা হয় ।

তবে এই ঘটনায় এত বছর ধরে আদালতের দোরে দোরে ঘুরে আত্মঘাতী নির্যাতিতার পরিবার সুবিচার পেলেও এতে আংশিক খুশি মৃতার ভাই, প্রতিবেশী দাদা বৌদি ও খুড়তুতো ভাই । এই ঘটনায় তাদের দাবি, যদি এই নিয়ে অভিযুক্তরা দেশের শীর্ষ আদালতে যায়, সেক্ষেত্রে মৃতার পরিবারের সদস্যরা কেউই পিছু হটবে না । যদি ফাঁসির নির্দেশ দিত আদালত তাহলে আরও খুশি হত পরিবারের লোকজন থেকে শুরু করে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা ।

অন্যদিকে, নিষিদ্ধ ফেনসিডিল পাচার মামলায় এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 14 বছরের কারাদণ্ডের সাজা শোনালো আসানসোল আদালত । বৃহস্পতিবার আসানসোল আদালতে ওই মামলায় দোষী আবদুল রহমান রুবেলকে 14 বছরের সাজার পাশাপাশি 1 লক্ষ 20 হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে । জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ৷

এই মামলার সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, 2021 সালের সেপ্টেম্বর মাসে বিশেষ সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ কুলটি থানার অন্তর্গত কল্যাণেশ্বরী এলাকায় একটি লরিকে আটক করে । ওই লরিতে 5 হাজার বোতল নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ ছিল । ঘটনার তদন্ত নেমে পুলিশ ওই লরির মালিক আবদুল রহমান রুবেলকে গ্রেফতার করে । তার বাড়ি ছিল মুর্শিদাবাদে । পুলিশ জানতে পারে নিষিদ্ধ ফেনসিডিল রুবেলই পাচার করছিল । এরপর দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর পুলিশ চার্জশিট দেয় । প্রচুর সাক্ষ্যপ্রমাণে এই মামলার ট্রায়াল চলতে থাকে । গত মঙ্গলবার আসানসোল আদালত সমস্ত সাক্ষ্যপ্রমাণ দেখে রুবেলকে দোষী সাব্যস্ত করে । বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয় । এই বিচারে রুবেলের পরিবার আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন :

1 কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনায় দোষীর 20 বছরের সশ্রম কারাদণ্ড

2নাবালিকার যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত সৎ বাবার 20 বছরের কারাদণ্ড

3নাবালিকাকে যৌন হেনস্থা, অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ

ABOUT THE AUTHOR

...view details