নামখানা, 6 সেপ্টেম্বর : সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকৃতির তিমির পচাগলা মৃতদেহ । সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার দক্ষিণ হরিপুরের লালগঞ্জ সমুদ্র সৈকত এলাকায় ৷ এদিন সমুদ্রতটে বিশালাকৃতির একটি তিমির পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তড়িঘড়ি বন দফতরে খবর দেওয়া হলে তাঁরা সেটিকে উদ্ধার করে বকখালির রেঞ্জ অফিসে নিয়ে যান ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষটি পূর্ণবয়স্কা তিমির ৷ যা আনুমানিক 12 ফুট লম্বা । তবে দেহে পচন শুরু হওয়ায় এটি তিমির কোন প্রজাতি তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি তারা ৷ তবে বন দফতরের প্রাথমিক অনুমান, বেশ কিছুদিন আগেই সমুদ্রে মৃত্যু হয় তিমিটির । পূবালি বাতাসের জেরে ঢেউয়ে দেহটি ভেসে সৈকতে এসে আটকে যায় । দেহে পচন শুরু হওয়ায় লালগঞ্জের সমুদ্রতট জুড়ে ব্যাপক দুর্গন্ধ ছড়ায় ।
আরও পড়ুন :মন্দারমণিতে উদ্ধার 36 ফুটের তিমি