পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারুইপুরে 100 শয্যার করোনা হাসপাতাল চালু - কোভিড হাসপাতাল

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে করোনা আক্রান্ত রোগীরা বারুইপুর হাসপাতালে ভর্তি হতে পারবেন। যদিও তাঁদের সরকারি বিধি অনুসরণ করেই এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে অতিরিক্ত 20টি শয্যা চালু হবে এই করোনা হাসপাতালে।

baruipur
বারুইপুর হাসপাতাল

By

Published : Apr 25, 2021, 7:14 PM IST

বারুইপুর, 25 এপ্রিল : বারুইপুর মহকুমা হাসপাতালেই 100 শয্যার করোনা হাসপাতালের উদ্বোধন করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক অন্তরা আচার্য। আজ বিকেলে বারুইপুর করোনা হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। তার সঙ্গে আজ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, বারুইপুরের মহকুমা শাসক, হাসপাতালের সুপার সহ অনান্য় অধিকারিকরা।

উদ্বোধন করতে যাচ্ছেন জেলাশাসক

আরও পড়ুন-বিনামূল্যে রাজ্যবাসীকে কোভিড ভ্যাকসিন দেবে মহারাষ্ট্র সরকার

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামীকাল থেকে করোনা আক্রান্ত রোগীরা বারুইপুর হাসপাতালে ভর্তি হতে পারবেন। যদিও তাঁদের সরকারি বিধি অনুসরণ করেই এই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে অতিরিক্ত 20টি শয্যা চালু হবে এই করোনা হাসপাতালে।

আরও জানানো হয়েছে, এই মুহূর্তে জেলায় অক্সিজেনের কোনও ঘাটতি নেই। অক্সিজেনের স্টকিস্ট, ডিলার পয়েন্ট ও মেডিকেল স্টোরগুলিতে নজরদারি চালাচ্ছে জেলা স্বাস্থ্যদপ্তর। কালোবাজারি রুখতে খোলা হয়েছে 24 ঘণ্টা কন্ট্রোল রুম। করোনা রোগীর মৃতদেহ প্রায়শই দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ পড়ে থাকছে, তার জন্যই এবার প্রতিটি মহকুমায় একটি করে করোনা রোগীর শববাহী গাড়ির ব্যবস্থা করবে জেলা স্বাস্থ্যদপ্তর। এছাড়াও বারুইপুর কীর্তনখোলাতে একটি করোনা চুল্লি করা হবে বলে জানালেন জেলাশাসক অন্তরা আচার্য।

ABOUT THE AUTHOR

...view details