পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cops Sing on Stage: সাংস্কৃতিক অনুষ্ঠানে গণ্ডগোল, পরিবেশ শান্ত করে স্টেজে উঠে গাইলেন পুলিশকর্মীরা

সাংস্কৃতিক অনুষ্ঠানে গণ্ডগোল থামাতে গিয়ে অন্য ভূমিকায় ধরা দিল ডায়মন্ড হারবার থানার পুলিশ (Diamond Harbour Police)৷ পরিবেশ শান্ত করে স্টেজে উঠে গাইলেন পুলিশকর্মীরা (Cops Sing on Stage)৷

cops-stop-violence-during-cultural-programme-and-then-sing-on-stage
সাংস্কৃতিক অনুষ্ঠানে গণ্ডগোল, পরিবেশ শান্ত করে স্টেজে উঠে গাইলেন পুলিশকর্মীরা

By

Published : Oct 12, 2022, 7:05 PM IST

ডায়মন্ড হারবার, 12 অক্টোবর: বিভিন্ন ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷ ঠিক মতো অভিযোগ না নেওয়া, শ্লথ গতিবিধির কারণে ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছনো - ওঠে এমনই নানা অভিযোগ ৷ তবে একটি গণ্ডগোল সুচারু হস্তে সামাল দিয়ে স্থানীয়দের মন জয় করে নিল ডায়মন্ড হারবারের পুলিশ (Diamond Harbour Police)৷

সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ঝামেলা থামাতে গিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল পুলিশকে ৷ লাঠি বা কাঁদানে গ্যাস নয়, গ্রামবাসীদের ভরসা জুগিয়ে, তাঁদের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত করলেন পুলিশকর্মীরা ৷ পরিবেশ হাল্কা করতে মঞ্চে উঠে গানও গাইলেন পুলিশকর্মীরা (Cops Sing on Stage)৷

লক্ষ্মী পুজো উপলক্ষে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার ফুলেশ্বর গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গ্রামবাসীরা । সেই অনুষ্ঠান ঘিরেই শুরু হয় গণ্ডগোল । পরিস্থিতি সামাল দিতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুনকুমার দে-র নেতৃত্বে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । ততক্ষণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে । পুলিশ গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে ৷ কোনও ধর্ম-বর্ণ-রং দেখে পুলিশ যে কাজ করে না, সেই আশ্বাস দেন শীর্ষ পুলিশ আধিকারিক ৷ পুলিশকে ভয় না পেয়ে বা এড়িয়ে না গিয়ে, কোনও সমস্যায় পড়লেই গ্রামবাসীরা যাতে পুলিশের দ্বারস্থ হন, সেই বার্তা দেন তাঁরা ৷

আরও পড়ুন:‘কিছু জানি না’, ইডি’র প্রশ্নে একই উত্তর মানিকের

এখানেই শেষ নয়, উত্তপ্ত পরিস্থিতি হাল্কা করতে মঞ্চে উঠে গান গেয়ে দর্শকদের মাতিয়ে দেন ডায়মন্ড হারবার থানার পুলিশকর্মীরা । তাঁদের উদ্যোগেই আবারও শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্মীদের এই ভূমিকায় খুশি গ্রামবাসীরা । তাঁরা জানালেন, "পুলিশের এই ভূমিকায় আমরা দারুণ খুশি । পুলিশকে আমরা আইন-শৃঙ্খলা রক্ষা করতে দেখেছি । কিন্তু গ্রামবাসীদের বিনোদনের ক্ষেত্রেও পিছিয়ে নেই ডায়মন্ড হারবার থানার পুলিশ । গণ্ডগোল থামিয়ে গ্রামবাসীদের আনন্দ দিতে নিজেরাই স্টেজে উঠে গান গেয়ে গ্রামবাসীদের বিনোদন দিল তারা । আমরা এত সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার পাব ভেবে উঠতে পারিনি । গ্রামবাসীরা খুব আনন্দ করেছেন । ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্মীদের সাধুবাদ জানাই ।"

ABOUT THE AUTHOR

...view details