কাকদ্বীপ, 9 জুলাই: শারীরিক পরীক্ষা করার সময় পুলিশ ও হাসপাতাল কর্মীদের নজর এড়িয়ে ঘরের জানলা দিয়ে চম্পট দিল আসামী । কয়েক ঘণ্টা চিরুনি-তল্লাশি চালিয়ে তাকে ফের খুঁজে আনল পুলিশ । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতালে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আসামীর নাম সাদ্দাম হালদার ৷ বাড়ি ঢোলাহাট থানার জামালপুরে । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে শুক্রবার ঢোলাহাট থানার পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে (Saddam Halder escaped from Hospital during Health Check up in South 24 Parganas) ।
অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 367, 417 ধারায় মামলার রুজু করা হয়েছে । শনিবারই কাকদ্বীপ মহকুমার আদালতে পেশ করার কথা ছিল সাদ্দামকে । সেইমতো কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে সাদ্দামের শারীরিক পরীক্ষা করে নিয়ে যায় ঢোলাহাট থানার পুলিশ । সেই পরীক্ষা চলার সময়েই সকলের নজর এড়িয়ে চম্পট দেয় সাদ্দাম । আসামী পালিয়ে যাওয়ার খবর মুহূর্তের মধ্যে চাউর হয়ে যায় সব জায়গায় । পলাতক সাদ্দামকে গ্রেফতার করার জন্য খোঁজাখুঁজি শুরু করে দেয় পুলিশ ।