পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে, মাঠে আমরা, দাবি তৃণমূলের - controversy

বিতর্কিত মন্তব্য় করলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা । যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পালটা দিতে ছাড়েনি বিজেপিও।

The central forces will be in the camps and booths, we will be in the field. Will play!
বিতর্কিত মন্তব্য় তৃণমূল নেতার

By

Published : Feb 21, 2021, 4:58 PM IST

ভাঙড়, 21 ফেব্রুয়ারি : "কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে আর বুথে, মাঠে থাকব আমরা। খেলা হবে!" দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা মোদাসের হোসেন।

ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠালিয়াতে একটি কর্মীসভার আয়োজন করে তৃণমূল নেতা মোদাসসের হোসেন। উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সেই সভাতেই বক্তব্য় রাখতে গিয়ে মোদাসের হোসেন। তাঁর সাফ নিদান, "আমাদের এলাকায় তৃণমূলের লোক ছাড়া অন্য কেউ ভোট দিতে যেতে পারবে না। বুথে থাকবে আধা সামরিক বাহিনী, মাঠে থাকবে আমাদের ছেলেরা।" তৃণমূল নেতার এমন বক্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

এরপরেই খেলা হবে নিয়ে তাঁর মন্তব্য়,"সকলে বলছে খেলা হবে,হ্যাঁ খেলা হবে কিন্তু এখানে শুধু তৃণমূলের ছেলেরাই খেলবে। বিরোধী শূন্য খেলা হবে ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, ছেলেরা তৈরি আছে। এখানে ভোটটা করাবে তৃণমূলের ছেলেরাই।" ওই অনুষ্ঠানে আরাবুল ইসলাম বলেন, "ভাঙড়ের খেলার মত বিকল্প দল কেউ নেই, খেলার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত আছে। এই খেলা আমরাই খেলবো,এই খেলা আমরাই জিতব।"


এদিনের তৃণমূল নেতাদের বক্তব্যের পরিপেক্ষিতে দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপি সভাপতি সুনীপ দাস জানান, লোকসভা ভোটের পুনরাবৃত্তি ভাঙড়ে হবে। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকে তা ভোটের সময় দেখা যাবে।

ABOUT THE AUTHOR

...view details