ভাঙড়, 21 ফেব্রুয়ারি : "কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে আর বুথে, মাঠে থাকব আমরা। খেলা হবে!" দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা মোদাসের হোসেন।
ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠালিয়াতে একটি কর্মীসভার আয়োজন করে তৃণমূল নেতা মোদাসসের হোসেন। উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সেই সভাতেই বক্তব্য় রাখতে গিয়ে মোদাসের হোসেন। তাঁর সাফ নিদান, "আমাদের এলাকায় তৃণমূলের লোক ছাড়া অন্য কেউ ভোট দিতে যেতে পারবে না। বুথে থাকবে আধা সামরিক বাহিনী, মাঠে থাকবে আমাদের ছেলেরা।" তৃণমূল নেতার এমন বক্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।