পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Submission Schoolership At Joynagar: বেসরকারি সংস্থার স্কলারশিপের আবেদনপত্র জমা নিয়ে বিভ্রান্তি জয়নগরে - Submission Schoolership At Joynagar

একটি বেসরকারি সংস্থার স্কলারশিপ প্রদানকে ঘিরে উৎকন্ঠায় কাটল দক্ষিণ 24 পরগনার জয়নগরের ছাত্রছাত্রীদের (Submission Schoolership At Joynagar) ৷ পোস্ট অফিসের সামনে লাইন দেওয়া নিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Submission Schoolership At Joynagar
বেসরকারি সংস্থার স্কলারশিপের আবেদনপত্র জমা নিয়ে বিভ্রান্তি জয়নগরে

By

Published : Mar 26, 2022, 4:22 PM IST

Updated : Mar 26, 2022, 5:16 PM IST

জয়নগর, 26 মার্চ:একটি বেসরকারি সংস্থা অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে 'ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ' নামে একটি বিশেষ বৃত্তি প্রদানের কথা তাদের ওয়েবসাইটে ঘোষণা করে (Submission Schoolership At Joynagar) । সেখানে বলা হয়, 2022 শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা বৃত্তি পাবে 1,200 টাকা, নবম শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে 2,400 টাকা, দশম শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে 3,600 টাকা, একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে 4,800 টাকা এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাবে 6,000 টাকা।

www.makautmentor.in নামে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে আরও জানানো হয় যে, 'ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ' নামে তাদের এই বিশেষ বৃত্তিগ্রহণ করতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের 31 জানুয়ারি 2022-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে আরও জানানো হয় যে, কোনও অবস্থাতেই 31 জানুয়ারি 2022 এরপর ওই আবেদনপত্র জমা নেওয়া হবে না। কিন্তু কেউ বা কারা কোনও অসৎ উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের মধ্যে রটিয়ে দেয় যে এই বৃত্তি গ্রহণের জন্য আবেদনপত্রের কোনও নির্দিষ্ট সময়সীমা নেই ৷ আবেদনপত্র আগে জমা দিলে আগেই সুযোগ পাওয়া যাবে এই গুজব ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা ওই সংস্থার ওয়েবসাইট যাচাই না করেই গুজবে কান দিয়ে ঘণ্টার পর ঘণ্টা আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিভিন্ন পোস্ট অফিসের সামনে লাইন দিতে থাকে। লাইনকে ঘিরে তৈরি হয় চরম বিশৃঙ্খলা ৷ লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় ৷

বেসরকারি সংস্থার স্কলারশিপের আবেদনপত্র জমা নিয়ে বিভ্রান্তি জয়নগরে

আরও পড়ুন: মধু সংগ্রহে যাবেন সুন্দরবনের জঙ্গলে, আশায় বুক বাঁধছেন মউলেরা

দক্ষিণ 24 পরগনার বিভিন্ন পোস্ট অফিসের পাশাপাশি জয়নগর থানার অন্তর্গত সমস্ত পোস্ট অফিসের সামনে তৈরি হয় বিশৃঙ্খলা। পরে পুলিশ এসে ছাত্রছাত্রীদের থেকে বিষয়টি জানার পর জয়নগর থানার আইসি অতনু সাঁতরা ওইসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করেন ৷ ছাত্রছাত্রীদের গুজবে কান না দিয়ে সংস্থার ওয়েবসাইট যাচাই করার নির্দেশ দেন। এরপরেই বিভ্রান্তি দূর হয় ছাত্রছাত্রীদের ৷

Last Updated : Mar 26, 2022, 5:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details