পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash in Bhangar : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় (TMC Inner Clash) ৷ খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যমও ৷

Clash in Bhangar
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়

By

Published : Feb 2, 2022, 7:15 AM IST

ভাঙড়, 2 ফেব্রুয়ারি :তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড় ৷ আক্রান্ত তৃণমূল নেতা ৷ ভাঙচুর চালানো হয় দলীয় কার্যালয়েও । পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী (Conflict between two TMC groups) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভাঙড় 2 নম্বর ব্লক অফিসের ভিতরে খোদ তৃণমূল নেতা আরাবুল ইসলামের সামনে আরেক তৃণমূল নেতা আব্দুর রহিমকে মারধর করা হয় ৷ ঘটনায় অভিযোগের তির পঞ্চায়েত সদস্যা উম্মুল ওয়ারার স্বামী সেলিম মোল্লার দিকে । রহিমের অভিযোগ, ‘‘আমাকে ঘিরে ধরে মারধর করা হয় । আরাবুল ইসলাম নিজে আমার উপরে চড়াও হয় । সেলিম লাঠি দিয়ে মারধর করেছে । আমার আঙুল ভেঙে গিয়েছে ।’’

ভাঙড় 2 ব্লকের কার্যকরী সভাপতি আব্দুর রহিমের উপরে হামলার ঘটনার প্রতিবাদে শোনপুর বাজারে 91 রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । বিক্ষোভের নেতৃত্ব দেন ভাঙড় 2 ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহসিন গাজি, তৃণমূল নেতা মিজানুর আলম, যুব নেতা রশিদ মোল্লা, মোজাফফর আহমেদ, সাবির মাস্টার-সহ আরাবুল বিরোধী তৃণমূল নেতারা ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল ভাঙড়

আরও পড়ুন : বৃষ্টির জমা জল সরানো নিয়ে সংঘর্ষে বোমাবাজি, চলল গুলিও

অন্যদিকে, ভাঙড়ের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে আটকানো হয় । এমনকি এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তৃণমূল কর্মী-সমর্থকরা ।

ABOUT THE AUTHOR

...view details