পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Inner Clash in Basanti : তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি, উত্তপ্ত বাসন্তী - TMC Inner Clash in Basanti

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ (TMC Inner Clash in Basanti) l দোষীদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন l

TMC Inner Clash
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল

By

Published : Dec 12, 2021, 1:20 PM IST

বাসন্তী, 12 ডিসেম্বর : তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী বিধানসভা এলাকা (TMC Inner Clash in Basanti) l বাসন্তী থানা এলাকার ভরতগড় গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল দীর্ঘদিনের l তার মধ্যেই শনিবার রাতে 7 নম্বর গরানবোস এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ l

সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে l তা নিয়ে শুরু হয় ঝামেলা l স্থানীয় 7 নম্বর গরানবোস এলাকার পাশে ভরতগড় বাজারে ব্যাপক গন্ডগোল শুরু হয় l একে অপরকে লক্ষ করে ইট বৃষ্টি করতে থাকে l বোমাবাজিও হয় ৷ তাতে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন l

আরও পড়ুন : tmc leader murdered at kandi : কান্দিতে তৃণমূল নেতা খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ

এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন l বাসন্তী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details