রায়দিঘি, 31 মে : ঘূর্ণিঝড়ে মাথার ছাদ হারানো অসহায় মানুষদের পাশে সুন্দরবন পুলিশ ৷ যশ বিধ্বস্ত মানুষদের জন্য কমিউনিটি কিচেন চালু করল সুন্দরবন জেলা পুলিশ ৷ এর মাধ্যমে প্রতিদিন পাঁচ হাজার বানভাসি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে আইন রক্ষকরা ৷
ঘূর্ণিঝড় যশের দাপটের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দরবনের একাধিক অঞ্চল । বহু অঞ্চল এখনও জলের তলায় ৷ অনেকের বাড়িঘরদোর ভেঙে গিয়েছে ৷ মাথা গোজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ । সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট ৷ তাই রায়দিঘীর নন্দকুমারপুরে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন । সাধারণত ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের জন্য সোমবার এই কমিউনিটি কিচেন খোলা হয়েছে ৷