পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gangasagar: গঙ্গাসাগরে জোরকদমে ড্রেজিংয়ের কাজ, সমস্যায় নিত্যযাত্রীরা - Commoners facing problems

সামনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) ৷ তার আগে জোরকদমে চলছে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ ৷ এতে সমস্যা পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের ৷

Gangasagar
River Dredging work

By

Published : Dec 18, 2022, 7:50 PM IST

গঙ্গাসাগরে জোরকদমে ড্রেজিংয়ের কাজ

কাকদ্বীপ, 18 ডিসেম্বর: অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের । জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) । গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ (River Dredging work) । এই ড্রেজিং এর মাধ‍্যমে নদীর নাব‍্যতা বাড়ানো হচ্ছে । কিন্তু ড্রেজিং এর ফলে বর্তমানে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা । যায় জেরে অসুবিধায় পড়েছেন সাগর দ্বীপের বাসিন্দারা ।

বর্তমানে সারাদিনে মাত্র 4 থেকে 5 ঘণ্টা চলছে ভেসেল পরিষেবা । এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা (Commoners facing problems) । ভেসেলের জন‍্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের । সাগর মেলার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে পরিকাঠামো তৈরির পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ । 5টি ড্রেজার দিয়ে চলছে পলি তোলা । এই পলি তোলার ফলে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বিঘ্নিত হতে শুরু করেছে ।

এখন দিনে জোয়ারের সময় মাত্র ঘণ্টা চারেক ভেসেল চালানো সম্ভব বলে জানিয়েছেন ভূতল পরিবহণ নিগমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা । এর মূল কারণ হিসাবে বলা হচ্ছে নদীর যে চ্যানেল দিয়ে ভেসেল চলাচল করে, সেই চ্যানেলে চলছে পলি তোলার কাজ । ফলে ওই চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভাটার সময় । এই পরিস্থিতিতে একটি সম্পূর্ণ দিনের কুড়ি ঘণ্টারও বেশি সময় সাগরদ্বীপ মূল ভূ-খণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকছে । যার পরই সাগরদ্বীপের একমাত্র ভেসেল পরিষেবা স্বভাবিক রাখতে সরব হয়েছেন সাধারণ মানুষজন ।

আরও পড়ুন:গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের চিকিৎসায় বিশেষ নজর, থাকছে শিশুদের আলাদা বিভাগ

সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "এই সমস্যা আগামী 25 ডিসেম্বরের মধ্যেই সমাধান হয়ে যাবে । জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ 24 পরগনা একাধিক নদীগুলিতে ভাঙ্গন দেখা দিয়েছে । সাগর মেলার সময় যাতে তীর্থযাত্রীদের কোনওরকম অসুবিধা না হয়, সেজন‍্যই এই কাজ করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details