মন্দিরবাজার, 16 সেপ্টেম্বর: কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর তার নগ্ন ছবি তুলে সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি । দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার এলাকার 2 যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে ৷ নির্যাতিতার দাবি, তাঁকে দুই ব্যক্তি তুলে নিয়ে গেলেও ধর্ষণ করে একজন ৷ পরে ওই দুই ব্যক্তিই তাঁকে হুমকি দেয় ও ব্ল্যাকমেল করে ৷ তাঁর আরও অভিযোগ, থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না । তবে অভিযুক্তদের পরিবারের তরফে এই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে ৷ তাদের পালটা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করা হয়েছে ৷
নির্যাতিতার অভিযোগ, বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ তিনি ব্যাঙ্কে যান । সেখানে তিনি তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করেন । সেই সময় এলাকার 2 ব্যক্তি তাঁকে জোর করে তুলে নিয়ে যায় সেকেন্দারপুর মোড়ের একটি ঘরে ৷ সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এক ব্যক্তি, অপরজন চেষ্টা করলেও সফল হয়নি ৷ তবে ঘটনাস্থলে ওই দুই ব্যক্তিই ছিল ৷ ওই দুই ব্যক্তি তাঁকে আটকে রাখে ও মারধর করে বলেও জানিয়েছেন নির্যাতিতা ৷ তাঁর প্রেমিকের থেকেও টাকা নেওয়া হয় ভয় দেখিয়ে ৷ অভিযোগ, এরপর তাঁর নগ্ন ছবি মোবাইলে তুলে নিয়ে হুমকি দেওয়া হয় বিষয়টি কাউকে জানানো হলে ওই নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে । তরুণীর অভিযোগ, এভাবে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকাও নেওয়া হয় ৷ এমনকী তাঁকে হুমকিও দেওয়া হয়, পরবর্তী সময়ে ডেকে পাঠালে তাঁকে ওই অভিযুক্তদের সঙ্গে শারীরিক সম্পর্কও করতে হবে । তা না হলে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়া হবে ।