পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিরাপত্তার চাদরে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা, আজই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী - গঙ্গাসাগর মেলা 2024

Gangasagar Mela 2024: আজ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ৷ চলবে আগামী 17 জানুয়ারি পর্যন্ত ৷ গঙ্গাসাগরমেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 8:02 AM IST

Updated : Jan 8, 2024, 8:39 AM IST

আজ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা

গঙ্গাসাগর, 8জানুয়ারি:আজ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ৷ প্রতি বছরের মতো এই বছরও মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেইসঙ্গে খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি ৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে সেজে উঠেছে মেলা চত্বর ৷ রঙিন আলোতে রেঙে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করাস হয়েছে ৷

সোমবার গঙ্গাসাগর মেলায় যোগ দানের পাশাপাশি একাধিক কর্মসূচিও আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ দুপুর একটায় 5 নম্বর রাস্তায় তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে যাবেন ভারত সেবাশ্রমে ৷ সেখানে বেশকিছু প্রকল্পের শিলান্যাস করবেন ৷ এরপর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন ও কপিল মুনির আশ্রম পরিদর্শন করবেন ৷ এই মন্দির থেকেই সুন্দরবনের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন ৷ এদিনই কপিল মুনি মন্দিরের মহন্ত জ্ঞানদাস মহারাজের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুজো দেবেন ৷ পাশাপাশি আজই গঙ্গাসাগরের মেলা সংক্রান্ত বিষয়ে প্রাশসনিক বৈঠকও করবেন ৷ আজ গঙ্গাসাগরে রাত্রিবাস করে আগামিকাল সকাল ন’টায় জয়নগরের প্রশাসনিক সভায় যোগদান। জয়নগরের জনসভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ মুখ্যমন্ত্রীর সফরসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন ৷ কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । আগামী 17 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গা সাগর মেলা ৷ পূণ্যস্নানের জন্য আগামী 14 ও15 জানুয়ারি সব থেকে বেশি ভিড় হবে গঙ্গাসাগর মেলায় ৷ মেলার নিরাপত্তা খতিয়ে দেখতে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷ পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ অগ্নি নির্বাপণ ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে ৷ তৈরি হয়েছে 11টি অস্থায়ী ফায়ার স্টেশন ৷ প্রয়োজনে দমকলের আধিকারিকার বাইক নিয়ে ঘুরবেন ৷ তাঁদের কাছে থাকবে জল ও ফোম ৷ যাতে আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত তা নেভাতে পারেন ৷

আরও পড়ুন :

  1. গঙ্গাসাগর মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুজিত বসু
  2. মেলার আগে বিশেষ আকর্ষণ, ডায়মন্ড হারবারবাসীর জন্য গঙ্গাসাগরে চালু ক্রুজ পরিষেবা
  3. রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেলেন গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীরা
Last Updated : Jan 8, 2024, 8:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details