ডায়মন্ড হারবার, 4 জুলাই: বাবাকে ফোনে মেসেজ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণির এক ছাত্র । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার রাখালঠাকুর তলায় (Class XI student died by suicide in Diamond Harbour)। মৃত দ্বাদশ শ্রেণির ছাত্রের নাম অনিকেত গোস্বামী ।
জানা গিয়েছে, রবিবার বিকালে অনিকেত গোস্বামী তার বাবার ফোনে একটি মেসেজ পাঠায় । তাতে সে লেখে, বাবা তুমি ভালো থেকো । ছেলের এমন মেসেজ পাঠানোয় হতভম্ব হয়ে পড়ে বাবা । তড়িঘড়ি বাড়ি ফিরে দেখেন অনিকেতের পড়ার ঘর বন্ধ রয়েছে । বন্ধ ঘর খুলে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে অনিকেত গোস্বামী । পরে তাকে তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।