পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঢোলাহাটে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ - Group Clash

ঢোলাহাটে জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ হয় ৷ তার জেরে জখম হয়েছেন সাতজন ৷

সংঘর্ষ

By

Published : Sep 15, 2019, 1:44 PM IST

Updated : Sep 15, 2019, 4:56 PM IST

ঢোলাহাট, 15 সেপ্টেম্বর : শরিকি জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ তার জেরে জখম হয়েছেন সাতজন ৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের বৈরাগি মোড়ের ৷

দক্ষিণ রায়পুরে শরিকি জমি রয়েছে মৈপীঠ কোস্টাল থানা এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ দাসের ৷ জনা 60 জনের সঙ্গে আজ সকালে সেখানে চাষ করতে যান তিনি ৷ অভিযোগ, তখন তাঁকে বাধা দেয় জমির এক শরিক ভক্তরাম দাসের লোকজন ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ তা হাতাহাতিতে গড়ায় ৷ লাঠি নিয়ে মারামারি শুরু হয় ৷ মাথা ফেটে যায় কয়েকজনের ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ঢোলাহাট থানার পুলিশ ৷ জখমদের উদ্ধার করে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

হরেকৃষ্ণের অভিযোগ, "আমরা নিজেদের জমিতে চাষ করতে এসেছিলাম ৷ তখন আমাদের বাধা দেয় ভক্তরামের লোকজন ৷ প্রতিবাদ করলে আমাদের উপর হামলা চালানো হয় ৷" ভক্তরামের বক্তব্য, মৈপীঠ এলাকায় তাঁদের জমি রয়েছে ৷ সেখানে কাজ করতে দেন না হরেকৃষ্ণ । তাই বাধা দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 15, 2019, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details