বারুইপুর, 19 সেপ্টেম্বর : চরম আকার নিল মাতালদের বচসা ৷ এক পক্ষ অন্য পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাচের বোতল দিয়ে মারধর করে । ঘটনায় গুরুতর জখম হয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি হয় দু'জন৷ পরে ঘটনায় নতুন মোড় আসে ৷ আহতদের বাড়ির লোকজন এসে ঝামেলা বাধায় হাসপাতাল চত্বরে ৷ পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয় । ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন । বেধড়ক মারধর করা হয়েছে SI দীপঙ্কর দাসকেও । তাঁদের প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে ৷ বারুইপুর বাইপাস এলাকার ঘটনা ৷
দু'গোষ্ঠীর সংঘর্ষ ছড়াল হাসপাতালে, মারধর পুলিশকেও - বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সঙ্গে আবদুর সালাম গোষ্ঠীর বচসা
বারুইপুর বাইপাস এলাকার ঘটনা ৷ এক পক্ষ অন্য পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি কাচের বোতল দিয়ে মারধর করে । ঘটনায় গুরুতর জখম হয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি হয় দু'জন ৷ পরে হাসপাতালে আবার ঝামেলা বাধে ৷ পরিস্থিতির সামাল দিতে এসে আক্রান্ত হয় পুলিশ ৷ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
![দু'গোষ্ঠীর সংঘর্ষ ছড়াল হাসপাতালে, মারধর পুলিশকেও](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4487035-thumbnail-3x2-clash.jpg)
স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাতে বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সঙ্গে আবদুর সালাম গোষ্ঠীর বচসা বাধে ৷ বেশ কয়েকজন মত্ত অবস্থাতেও ছিল ৷ পরে বচসা গড়ায় হাতাহাতিতে ৷ হাতে থাকা কাচের বোতল নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় ৷ ছুরি দিয়েও কয়েকজনকে কোপায় ৷ অভিযোগ, সাজামলের লোকেরাই আবদুর সালাম, তার ছেলে হায়দার ও তাদের অনুগামীদের বেধড়ক মারধর করে ৷ ঘটনায় উভয়পক্ষের মোট পাঁচজন জখম হয় ৷ গুরুতর জখম হয় আবদুর সালাম ও হায়দার ৷ তড়িঘড়ি তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ হাসপাতাল চত্বরেই প্রতিশোধের ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন ৷ আবার ঝামেলা শুরু হয় ৷ এদিকে চিকিৎসকরা পরিস্থিতি সামাল দিতে এলে তাঁদের উপরই চড়াও হয় পরিবারের লোকজন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ এবার পুলিশের উপরও চড়াও হয় তারা ৷ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর সহ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন । বেধড়ক মারধর করা হয়েছে SI দীপঙ্কর দাসকে ।
শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ৷