নোদাখালি, 6 জুলাই : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় বোমাবাজি । দক্ষিণ 24 পরগনার নোদাখালির দক্ষিণ রায়পুরের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নোদাখালি থানার পুলিশ । অভিযোগ, পুলিশ লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । বোমার আঘাতে জখম হন নোদাখালি থানার SI কৃষ্ণেন্দু ঘোষ । তাঁর ডান পায়ের একটি আঙুল বাদ যায় । তিনি বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নোদাখালি, পুলিশকে লক্ষ্য করে বোমা - Nodakhali
দক্ষিণ 24 পরগনার নোদাখালির দক্ষিণ রায়পুরের তৃণমূল-BJP সংঘর্ষ । দফায় দফায় চলল বোমাবাজি । বোমার আঘাতে জখম হন নোদাখালি থানার SI কৃষ্ণেন্দু ঘোষ ।
![তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত নোদাখালি, পুলিশকে লক্ষ্য করে বোমা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3766560-thumbnail-3x2-tmc.jpg)
এ বিষয়ে, BJP-র অঞ্চল সভাপতি শ্যামল মণ্ডল বলেন , "গতরাতে স্থানীয় তৃণমূল কর্মীরা আমাকে তুলে নিয়ে গিয়ে হুঁমকি দেয় । বিষয়টি নিয়ে নোদাখালি থানার অভিযোগ দায়ের করি । এরপরও ওরা আমার বাড়িতে হামলা চালায় । ওরাই বোমাবাজি করেছে ।" অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজকুমার প্রামাণিক বলেন, "এলাকা দখল করতে চাইছে BJP । সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে । ওরা নিজেরা হামলা চালিয়ে তৃণমূলের উপর দোষারোপ করছে ।"
পুলিশের এক আধিকারিক বলেন, "দুই রাজনৈতিক দল থেকেই বোমাবাজি করা হয়েছে ।" পুলিশ অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।