পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ - police

BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হলেন OC-সহ প্রায় 10 জন পুলিশকর্মী ৷ পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুরের ঘটনা ৷

গোবর্ধনপুর উপকূল থানা

By

Published : Jul 20, 2019, 9:12 PM IST

Updated : Jul 20, 2019, 10:04 PM IST

পাথরপ্রতিমা, 20 জুলাই: BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর ৷ নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হলেন OC-সহ প্রায় 10 জন পুলিশকর্মী ৷

শহিদ দিবসের সমাবেশের সমর্থনে ইন্দ্রপুরে একটি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস ৷ অভিযোগ, মিছিলের উপর হামলা চালায় BJP আশ্রিত দুষ্কৃতীরা৷ মিছিলে থাকা তৃণমূল কর্মী-সমর্থকরা পালটা রুখে দাঁড়ালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি ৷ আহত হন কয়েকজন পুলিশকর্মী ৷ উদ্ধার করে তাঁদের ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : বাসন্তীতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 2000 জনের

যদিও BJP-র পালটা অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরাই মিছিল থেকে তাদের কর্মী-সমর্থকদের দোকানে হামলা চালায় ৷ তাদের আরও অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি ৷ এই ঘটনায় প্রায় 15টি বাইক ভাঙচুর করা হয় ৷ দু'জনকে আটক করেছে পুলিশ ৷

Last Updated : Jul 20, 2019, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details