পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CID Team visit Nodakhali blast area: নোদাখালির বিস্ফোরণস্থল পরিদর্শনে সিআইডির প্রতিনিধিরা - Nodakhali blast latest news

নোদাখালির বিস্ফোরণস্থল (CID Team visit Nodakhali blast area) পরিদর্শন করলেন রাজ্য ফরেনসিক দলের প্রতিনিধি ও সিআইডি বোম স্কোয়াডের প্রতিনিধিরা ৷ বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা ৷

CID Team visit Nodakhali blast area
নোদাখালির বিস্ফোরণস্থলে সিআইডির প্রতিনিধিরা

By

Published : Dec 2, 2021, 6:15 PM IST

নোদাখালি, 2 ডিসেম্বর: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার সোনাড়িয়াতে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণস্থল(CID Team visit Nodakhali blast area) আজ ঘুরে দেখলেন রাজ্য ফরেনসিক দলের তিন সদস্যের প্রতিনিধি ও সিআইডি বোম স্কোয়াডের প্রতিনিধিরা ৷ সঙ্গে ছিলেন নোদাখালি থানার আইসি পার্থ ঘোষ। দলের সদস্যরা দোতলা বাড়ি থেকে একাধিক পোড়া জিনিষের নমুনাও সংগ্রহ করেছেন। বাড়ির বাইরে থেকেও কিছু নমুনা সংগ্রহ করেছেন তাঁরা।

বিস্ফোরণের তীব্রতা অতি মাত্রায় হওয়ায় বেশি করে নমুনা সংগ্রহ ও গোটা এলাকা ঘুরে দেখেন প্রতিনিধিরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে এলাকা থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। সিআইডি বোম স্কোয়াড ও ফরেনসিক দলের আধিকারিকরা ছাড়াও দমকলের আধিকারিকরাও এলাকা পরিদর্শন করেন।

আরও পড়ুন: "রান্না করছিলাম, হঠাৎ কেঁপে ওঠে গোটা বাড়ি"

বিস্ফোরণে গতকাল কারখানার মালিক অসীম মণ্ডল-সহ 3 জনের মৃত্যু হয়। অসীমের দেহ প্রায় 200 মিটার দূরে ছিটকে পড়েছিল। একজনের শরীরের বিভিন্ন অংশ টুকরো হয়ে যায়। আশেপাশের প্রচুর বাড়িও বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় জানলার কাঁচ। প্রশ্ন উঠছে কীভাবে এই জনবসতিপূর্ণ এলাকায় দিনের পর দিন রমরমিয়ে চলত বেআইনি বাজির কারবার ৷ পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারাও।

ABOUT THE AUTHOR

...view details