পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Children Missing: ভেসেল থেকে নামতে গিয়ে বিপত্তি, হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু - তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধার চলছে

ডায়মন্ড হারবারে হুগলি নদীতে (Hooghly River) ভেসেল থেকে নামতে গিয়ে তলিয়ে গেল 2 শিশু ৷ নিখোঁজ শিশুরা হল বছর ছয়ের আতিফা পারভীন ও আট বছেরের সিতারা নাজ। তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধারের জন্য ডায়মন্ড হারবার পুলিশের (Diamond Harbour Police) পক্ষ থেকে হুগলি নদীতে নামানো হয়েছে স্পিডবোট ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

Children Missing
ভেসেল থেকে নামতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

By

Published : Oct 16, 2022, 10:28 PM IST

Updated : Oct 16, 2022, 10:39 PM IST

ডায়মন্ড হারবার, 16 অক্টোবর: ডায়মন্ড হারবারে হুগলি নদীতে (Hooghly River) ভেসেল থেকে নামার সময় বিপত্তি! নদীতে পড়ে তলিয়ে গেল 2 শিশু (Children Missing)। তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধারের জন্য ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে হুগলি নদীতে নামানো হল স্পিডবোট ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার ফেরিঘাটে।

স্থানীয় সূত্রে খবর, তপসিয়ার বাসিন্দা রাজা আলি ও তাঁর পরিবার রবিবার ছুটি কাটাতে ডায়মন্ড হারবারে আসেন। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ভেসেল করে কুকড়াহাটিতে গিয়েছিলেন তাঁরা। কুকড়াহাটি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পরিবারের 6 সদস্য ডায়মন্ড হারবারে ফিরে আসছিলেন ভেসেলে করে। ডায়মন্ড হারবার ফেরিঘাটের কাছে ভেসেল থামার পর তড়িঘড়ি করে নামার সময় 2 শিশু হুগলি নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। নিখোঁজ শিশুদের নাম আতিফা পারভিন (6) ও সিতারা নাজ (8)।

নদীতে পড়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা চেঁচামেচি শুরু করেন। পরিবারের চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন সহকারী যাত্রীরা। পাশাপাশি খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানাতেও। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় ডায়মন্ডহারবার থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার পৌরসভার (Diamond Harbour Municipality) কাউন্সিলররা। তলিয়ে যাওয়া দুই শিশুদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।

হুগলি নদীতে তলিয়ে গেল 2 শিশু

আরও পড়ুন:ফরাক্কার গঙ্গায় মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন মৎস্যজীবী

হুগলি নদীতে নামানো হয় স্পিডবোট। ডায়মন্ড হারবার ফেরিঘাটে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েক ঘণ্টা ধরে হুগলি নদীতে তল্লাশি অভিযান চালানো হলেও এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তলিয়ে যাওয়া ওই দুই শিশুকে। ডায়মন্ড হারবারের মহাকুমা শাসক অঞ্জন ঘোষ ঘটনাটিকে মর্মান্তিক আখ্যা দিয়ে জানান, ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে তলিয়ে যাওয়া শিশুদের উদ্ধারের জন্য তল্লাশি চলছে।

Last Updated : Oct 16, 2022, 10:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details