দক্ষিণ 24 পরগনা (জীবনতলা), 26 সেপ্টেম্বর: দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ‘সৎ’ বাবার বিরুদ্ধে (Child Murder in South 24 Pargana) ৷ দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের পথেরশেষ এলাকার ঘটনা। গ্রেফতার অভিযুক্ত শিশুর ‘সৎ’ বাবা ও মা টুকাই ৷
জানা গিয়েছে, ঘুটিয়ারি শরিফের পথের শেষ এলাকার বাসিন্দা টুকাই দাসের প্রথম পক্ষের সন্তান ওই দেড় বছরের শিশুটি। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। দ্বিতীয়বার তপন দাস নামে এক ব্যক্তির সঙ্গে আবারও বিয়ে করেন টুকাই দাস (শিশুর মা)। সন্তানকে নিজের কাছেই রেখেছিলেন তিনি । তপন তাকে চাপ দিতে থাকে নিজেদের সন্তানের জন্য ৷ কিন্তু টুকাই দেবীর নিজের সন্তান থাকায় দ্বিতীয়বার আর মা হতে চাননি তিনি। তাই দেড় বছরের ওই সন্তানকে নিয়ে প্রায়শয়ই টুকাই ও তপনের মধ্যে ঝগড়াঝাটি হত। ক্রমশই তপনের ওই শিশুটির উপর বিতৃষ্ণা তৈরি হচ্ছিল।