পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সমকামী সম্পর্কে ভাঙনের রোষেই কি নাবালক খুন ? - murder

সম্পর্কের ভাঙনের জেরেই না কি খুন হতে হয়েছে ভাঙড়ের সাকিব মোল্লাকে । জেরায় একথা জানাল অভিযুক্ত শরিফুল ।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 30, 2019, 7:47 PM IST

ভাঙড়, 30 এপ্রিল : সমকামী সম্পর্কে ভাঙন ! আর তার জেরেই না কি খুন হতে হয়েছে নাবালক সাকিব মোল্লাকে ? ভাঙড়ে নাবালক খুনের ঘটনায় ধৃতকে জেরা করে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ।

গতরাতে ভাঙড়ের কাশিপুরের কাঠালিয়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক নাবালকের দেহ উদ্ধার হয় । খুনের অভিযোগে অভিযুক্ত শরিফুল মোল্লার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে । প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, শরিফুল দীর্ঘদিন আজাহার মোল্লার(নাম পরিবর্তিত) ব্যাগের কারখানা কাজ করত । কিন্তু, তাল কাটে কয়েকদিন আগে, তাকে অন্য কাজ খুঁজে নিতে বলে আজাহার । আর কাজ চলে যাওয়ার জন্যই না কি মালিকের ছেলেকে খুন করে শরিফুল ।

কিন্তু, গতকাল পুলিশের জেরায় অন্য কথা জানায় শরিফুল। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় শরিফুল জানিয়েছে, তার সঙ্গে আজাহারের শারীরিক সম্পর্ক ছিল । তবে দিন কয়েক আগে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে বলে জানায় আজাহার । শরিফুলকে চাকরি থেকে সরিয়ে দেয় সে । একদিকে সম্পর্কের ভাঙন, অন্যদিকে দীর্ঘদিনের কাজ চলে যাওয়ার রাগেই না কি আজাহারের বছর পাঁচেকের ছেলে সাকিব মোল্লাকে খুন করে শরিফুল ।

এই সংক্রান্ত খবর :ভাঙড়ে শ্বাসরোধ করে খুন নাবালককে, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

ABOUT THE AUTHOR

...view details