ভাঙড়, 24 জুন :দেড়মাসের শিশুমৃত্যু ঘিরে উত্তেজনা ছাড়াল ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে ৷ হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বাসন্তী হাইওয়ে অবরোধ করে দফায়-দফায় বিক্ষোভ এলাকাবাসীর ৷ অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির ৷ মৃত শিশুর নাম আমিনুর ঢালি (Child death due to medical negligence in Bhangar)৷
জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার শিশুটিকে নলমুড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে দীর্ঘ সময় চিকিৎসা বা কোনওরকম শারীরিক পরীক্ষা না-করে ফেলে রেখে দেন ৷ বেশ কিছুক্ষণ পর ওষুধ লিখে তা পরিবারকে কিনে আনতে বলেন ৷ চিকিৎসকের কথা মতো সেই ওষুধ এনে খাওয়ালেও শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ এরপরই ওই চিকিৎসক আমিনুরকে কলকাতায় রেফার করেন ৷ তবে সেখানে নিয়ে যাওয়ার আগেই মাঝ রাস্তাতেই মৃত্যু হয় শিশুটির ৷