মগরাহাট, 11 মার্চ: অভিযোগ দায়েরের 24 ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত শিশু (Mograhat Child abducted)। বড়সড় সাফল্য রাজ্য পুলিশের । পুলিশ প্রশাসনের ভূমিকায় আপ্লুত খুদের পরিবার । দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ঘটনা (Child abducted at South 24 parganas)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম ইয়াসিন আখন (police recovers abducted child within 24 hours)। বয়স মাত্র 6 বছর । দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের উস্তি থানার সংগ্রামপুরে থাকে সে । বুধবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল ইয়াসিন । তারপর আর বাড়ি ফেরেনি । দীর্ঘক্ষণ পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা । খোঁজখবর নেওয়া হয় এলাকায় । কিন্তু তাতে কোনও লাভ হয়নি । হদিশ মেলেনি একরত্তি ছেলের । শিশুর পরিবার উস্তি থানার দ্বারস্থ হয় । বুধবার রাতে থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে ।
আরও পড়ুন:girl mysteriously missing: রানিগঞ্জে টিউশন পড়তে গিয়ে নিখোঁজ তরুণী, অপহরণ ?