গঙ্গাসাগর (দক্ষিণ 24 পরগনা), 3 জানুয়ারি: মুখ্যমন্ত্রীর সফরের আগেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের (Kapilmuni Ashram) মহন্ত সঞ্জয় দাস । মঙ্গলবার তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে উদাসীন ।
তাঁর অভিযোগ, প্রত্যেকদিন সাগরের ভাঙন ভয়াবহ আকার নিচ্ছে গঙ্গাসাগরে (Gangasagar) ৷ অথচ কেন্দ্র এই প্রসঙ্গে উদাসীন । গঙ্গাসাগর গোটা দেশের হিন্দু পুণ্যার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থান । প্রত্যেক বছর লাখো লাখো পুণ্যার্থী এখানে পুণ্যস্নান করতে আসেন । অথচ কেন্দ্র এই হিন্দু পুণ্যস্থানের জন্য সেভাবে কিছুই ভাবছে না ।
তাঁর আরও দাবি, সবচেয়ে বড় কথা, ভাঙনের কারণে ক্রমেই কপিল মুনি আশ্রমের দিকে এগিয়ে আসছে সাগর । এইরকম ভাবে চলতে থাকলে হিন্দুদের এই প্রসিদ্ধ ধর্মস্থানকে বাঁচানো কঠিন হয়ে যাবে । অথচ কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর নিয়ে সেভাবে উদ্যোগী নয় ।
একই সঙ্গে তিনি রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা করেছেন । মূলত, এই মুহূর্তে রাজ্য সরকারের উদ্যোগেই গঙ্গাসাগরকে ঢেলে সাজানো হয়েছে । সাগরে ভাঙন রুখতে পাইলট প্রজেক্ট নিয়েছে রাজ্য সরকার । তাই এদিন তিনি জানিয়েছেন, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের উন্নয়নের থেকে শুরু করে সামগ্রিক মেলা পরিচালনা এবং সাগরের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা প্রশংসারযোগ্য । তিনি যেভাবে সাগরের ভাঙন রুখতে পাইলট প্রজেক্ট নিয়েছেন, তারও তারিফ করেছেন মোহন্ত সঞ্জয় দাস ।