জয়নগর, 22 অগস্ট : ভিনরাজ্যে গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করার অভিযোগে গ্রেফতার জয়নগরের দুই যুবক। অভিযুক্ত দু‘জনকে গ্রেফতার করে মহারাষ্ট্রের নাগপুর সিটি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের নাগপুরের পার্দি থানার এলাকায় ফল কেনা-বেচার নাম করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, সোনারপুর ও জয়নগর এলাকা থেকে চার যুবক সেখানে যায়।
সেখানকার মানুষের সঙ্গে ভাব জমিয়ে হাতের কারসাজিতে টাকা দ্বিগুণ করার অভিনব পদ্ধতি দেখায়। এলাকার মানুষ তাদের ফাঁদে পা দেয় ৷ প্রথমে তাঁরা অল্প কিছু টাকা দিয়ে পরীক্ষা করে সফল হয়েই মোটা অঙ্কের টাকা যুবকদের হাতে তুলে দেয় ৷ আর সেই সুযোগে ওই চার যুবক প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে ওখান থেকে চম্পট দেয়।
এরপর প্রতারিতরা 1 অগস্ট পার্দি থানায় ওই চার প্রতারকের বিরুদ্ধে অভিযোগ করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পার্দি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং প্রতারকদের মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে যে, চারজনই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা।