সোনারপুর, 27 অগস্ট:ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাসপাতালে । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকায় ৷ হাসপাতালে মৃত্যু হয় সুভাষগ্রামের চণ্ডীতলায় বাসিন্দা শুভ নস্কর(19) নামে এক যুবকের । ঘটনার পর আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালানোর অভিযোগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে । অশান্তির আশঙ্কায় হাসপাতাল চত্ত্বরে মোতায়েন পুলিশ ।
মৃতের মা বেবী নস্কর বলেন, "সন্ধ্যাবেলা আমার ছেলের পায়ে কোনও একটা কিছু কামড়ায় ৷ সঙ্গে সঙ্গে ছেলের পায়ে দড়ি বেঁধে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে আসি ৷ রক্ত পরীক্ষার পর হাসপাতাল থেকে বলা হয়, ছেলেকে বাড়ি নিয়ে চলে যান ৷ সেই অনুযায়ী আমরা গাড়ি করে ছেলেকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম ৷ রাস্তায় ছেলে বমি করতে থাকে ৷ তাই আমরা গাড়ি ঘুরিয়ে ফের তাঁকে হাসপাতালে নিয়ে আসি ৷ তখন ওঁকে ইনজেকশন দেওয়া হয় ৷ তারপরেই আমার ছেলে মারা যায় ৷ হাসপাতালের গাফিলতির জন্য আমারা ছেলের মৃত্যু হয়েছে ৷ ভুল চিকিৎসা করে ডাক্তাররা আমরা ছেলেকে মেরে দিয়েছে ৷ কেনও আমার ছেলেকে স্থানান্তর করা হল না অন্য হাসপাতালে ৷ ডাক্তারদের শাস্তি চাই ৷ তারা ভয়ে পালিয়ে গিয়েছে ৷"
একই দাবি যুবকের বাবা সুজয় নস্করেরও ৷