পাথরপ্রতিমা,7 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে কার্যত তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ পাথরপ্রতিমায় ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এল কেন্দ্রীয় সাত সদস্যের প্রতিনিধিদল।
হেলিকপ্টারে করে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে নামেন তাঁরা ৷ অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা। দক্ষিণ মহেন্দ্রপুর হাইস্কুলে একটি প্রশাসনিক বৈঠকও করেন ৷ এরপর নদীপথে বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে বেরোন ৷ পরে গোপালনগরের উদ্দেশ্যে রওনা দেন।