বাসন্তী, 4 জুলাই: শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা ৷ গুলিতে প্রাণ গিয়েছে অনেকের ৷ আক্রান্তও হয়েছেন শাসক-বিরোধী দুই পক্ষের কর্মী-সমর্থকরা ৷ এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় তাই সোমবারই বাসন্তীতে এসে পৌঁছেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । তাদেরকে মোতায়েন হয়েছে উত্তেজনা প্রবণ কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়াতে । বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাগরামারি, মণ্ডলপাড়া, লস্করপাড়া, কলতলার মতো অতি স্পর্শকাতর এলাকাগুলিতে শুরু হয়েছে রুটমার্চ । সোমবার থেকেই এলাকায় এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনায় তপ্ত হয়ে উঠেছে বাসন্তী ব্লক । এমনকি গত শনিবার রাতে প্রাণ গিয়েছে জিয়ারুল মোল্লা নামে এক যুব তৃণমূল কংগ্রেস কর্মীর । সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিদর্শনে গিয়েছিলেন উত্তপ্ত বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া ও ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতে । বিকালে তিনি ফিরে যেতেই কাঁঠালবেড়িয়ার বিভিন্ন এলাকায় বাসন্তী থানার পুলিশের উদ্যোগে শুরু হয় রুটমার্চ । এ দিন রুটমার্চের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আশ্বাস দেন, নিজের ভোট নিজেদের দিতে বলেন ৷