ক্যানিং(দক্ষিণ ২৪ পরগনা), 10 ফেব্রুয়ারি : একেই বলে ভাগ্যের চাকা ঘোরা । মাত্র ৩৫০ টাকার টিকিটে ঘরে এল কোটি টাকা । দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি গ্রামের বয়ার সিং এলাকার ক্ষেত মজুর রফিক আলি । তিনি লটারিতে জিতেছেন ১ কোটি টাকা (farm laborer win lottery)।
কোনওরকমে ক্ষেত মজুরের কাজ করে দিন চালান ক্যানিংয়ের (farm laborer from canning) বাসিন্দা রফিক আলি গাজি (laborer won crores of rupees) । অভাবের সংসারে দু'মুঠো অন্ন জোগাতে যেখানে হিমসিম, সেখানে 350 টাকা খরচ করে লটারির টিকিট কেনা নিতান্তই বিলাসিতা । মঙ্গলবার রফিক আলি গাজির ভাগ্যদেবী বেশ প্রসন্নই ছিলেন ৷ তাই সাহস করে ৩৫০ টাকা খরচ করে লটারির টিকিট কিনে ফেলেছিলেন । সেই টিকিটেই জিতলেন প্রায় ১ কোটি টাকা । লটারি জিতে রফিক আলি গাজি বলেন, "লকডাউনে অনেক টাকা দেনা হয়েছে । কাজ ছিল না । বাড়িতে চাষবাসের কাজ করে সংসার চালানোর চেষ্টা করি । গত জানুয়ারী মাসের ১৫ তারিখ থেকে লটারির টিকিট মাঝে মধ্যে কাটতাম । যদি ভাগ্য পরিবর্তন হয় সেই আশায় । মঙ্গলবারও তালদির এক লটারির বিক্রতার টিকিট কাউন্টার থেকে একটি টিকিট কেটে ছিলাম ।" অবশেষে তা সত্যি হল । এই টিকিটেই ১ কোটি টাকা জিতেছেন রফিক আলি গাজি । টাকা জিতে তিনি বলেন, ‘‘খুব কষ্ট করে সংসার চালাতাম। লকডাউনে আয় কম হওয়ায় অনেক টাকা দেনায় জড়িয়ে যাই । লটারির টাকা নিয়ে দেনা শোধ করব এবং বাড়ি ঘর তৈরি করব। পরিবারের সকলের জন্য কিছু করব।’’ কোটিপতি হওয়ায় নিরাপত্তার জন্য ওই ক্ষেতমজুর রাতেই ক্যানিং থানার দ্বারস্থ হন । পুলিশের তরফে তাঁর নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয় ।