ক্যানিং, 21 নভেম্বর : ক্যানিংয়ে দুষ্কৃতীদের গুলিতে যুব তৃণমূল নেতার মৃত্যুর (Canning Youth TMC Leader Murder Case) ঘটনায় 9 জনকে আটক করল পুলিশ ৷ শনিবার রাতে বাড়ির সামনেই অটোয় করে এসে একদল দুষ্কৃতী যুব তৃণমূলের অঞ্চল সভাপতি মহরম শেখ (Muharam Sheikh)-কে লক্ষ্য করে গুলি চালায় ৷ ঘটনার পর তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় ৷ সেখানেই গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করেছে ৷
যুব তৃণমূল নেতাকে খুনের ঘটনায় পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ৷ সেই ফুটেজ দেখে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত মোট 9 জনকে আটক করেছে পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ৷ মহরম শেখের পরিবারের তরফে তাঁকে খুনের ঘটনায় 5 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগে মূল অভিযুক্তের তালিকায় থাকা রফিক শেখ-সহ 4 জন পলাতক ৷ পরিবারের তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন বলে অভিযোগ করা হয়েছে ৷