পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Karate player Priyanshu Das: ক্যারাটেতে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করছে ক্যানিংয়ের প্রিয়াংশু

17 বছরের প্রিয়াংশু দাস (Karate player Priyanshu Das) ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র সে ৷ সেই সঙ্গে জাতীয় স্তরের ক্যারাটে চ্যাম্পিয়ন প্রিয়াংশু ৷ কাতা, কুমি, কালারি ফাইট-সহ মার্শাল আর্টের বিভিন্ন বিভাগে সিদ্ধহস্ত ক্যানিংয়ের এই কিশোর ৷ ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদক জিতেছে সে ৷

Karate player Priyanshu Das ETV BHARAT
Karate player Priyanshu Das

By

Published : Feb 4, 2023, 10:22 PM IST

দেশের নাম উজ্জ্বল করছে প্রিয়াংশু

ক্যানিং, 4 ফেব্রুয়ারি: দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র প্রিয়াংশু দাস ৷ ছোট থেকেই ক্যারাটের প্রতি ভালোবাসা তার ৷ 2016 সালে এরনাকুলামে প্রথম জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয় সে ৷ মোট চারটি বিভাগে অংশ নেয় প্রিয়াংশু ৷ সবক’টিতে প্রথম হয় সে ৷ এরপর কন্নড়, মুম্বই, লখনউ, পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, বেঙ্গালুরু, পুনে-সহ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটের বিভিন্ন বিভাগে অংশ নিয়ে সফলতা পেয়েছে প্রিয়াংশু (Priyanshu Das Shining for Country in Karate) ৷

সম্প্রতি কোয়েম্বটরের কালারি ফাইট জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটে বিভাবে চারটেতেই সোনা জিতেছে 17 বছরের প্রিয়াংশু দাস ৷ এভাবেই একের পর এক প্রতিযোগিতা জিতে চলেছে এই কিশোর ৷ ইতিমধ্যেই বহু পুরস্কার জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ক্যানিংয়ে প্রিয়াংশু ৷

এখনও, পর্যন্ত মোট 3 টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে দশম শ্রেণির এই ছাত্র ৷ আর জাতীয় স্তরে একশোর বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রিয়াংশু ৷ কাতা, কুমি, কালারি ফাইট, উর্মি, ছুবেরু, স্টিক ফাইট, শোর্ড শিল্ড ফাইট সবেতেই সিদ্ধহস্ত সে ৷ ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে ৷ কিন্তু, এমাসের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৷ সেই কারণে ফুজাইরায় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না প্রিয়াংশু দাস ৷

প্রিয়াংশুর ক্যারাটেতে হাতেখড়ি ক্যানিংয়ের অমর সংঘ ক্লাব থেকে ৷ সেখানে কোচ দেবাশিস দাসের কাছে ক্যারাটে প্রশিক্ষণ নেয় প্রিয়াংশু দাস ৷ সেখান থেকে কলকাতার শ্যামবাজারে পরেশ কুমার মিশ্রর কাছে ট্রেনিং নেয় সে ৷ কিছুদিনের মধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয় এই কিশোর ৷ ছাত্রের ক্যারাটের প্রতি ইচ্ছা ও একাগ্রতা দেখে কেরলের গুরুকুলে ভাইজু ভারগিসের কাছে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেন দেবাশিস দাস ৷

আরও পড়ুন:কুরাস মার্শাল আর্ট ন্যাশনালে ব্রোঞ্জ জয় হুগলির তিন কন্যা

তবে, ছেলেকে মানুষ করতে হিমশিম খেতে হচ্ছে প্রিয়াংশু পরিবারকে ৷ তার একের পর এক টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অর্থ জোগাড় করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে প্রিয়াংশুর বাবা-মাকে ৷ তবুও, ছেলের ইচ্ছেকে মর্যাদা দিতে নিজেদের শেষ সম্বল দিয়ে ছেলেকে এগিয়ে যেতে সাহায্য করে চলেছেন দীপঙ্কর দাস এবং বনশ্রী দাস ৷

ABOUT THE AUTHOR

...view details