ক্যানিং, 4 ফেব্রুয়ারি: দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ডেভিড সেশুন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র প্রিয়াংশু দাস ৷ ছোট থেকেই ক্যারাটের প্রতি ভালোবাসা তার ৷ 2016 সালে এরনাকুলামে প্রথম জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয় সে ৷ মোট চারটি বিভাগে অংশ নেয় প্রিয়াংশু ৷ সবক’টিতে প্রথম হয় সে ৷ এরপর কন্নড়, মুম্বই, লখনউ, পঞ্জাব, দিল্লি, হরিয়ানা, বেঙ্গালুরু, পুনে-সহ দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্যারাটের বিভিন্ন বিভাগে অংশ নিয়ে সফলতা পেয়েছে প্রিয়াংশু (Priyanshu Das Shining for Country in Karate) ৷
সম্প্রতি কোয়েম্বটরের কালারি ফাইট জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটে বিভাবে চারটেতেই সোনা জিতেছে 17 বছরের প্রিয়াংশু দাস ৷ এভাবেই একের পর এক প্রতিযোগিতা জিতে চলেছে এই কিশোর ৷ ইতিমধ্যেই বহু পুরস্কার জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ক্যানিংয়ে প্রিয়াংশু ৷
এখনও, পর্যন্ত মোট 3 টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে দশম শ্রেণির এই ছাত্র ৷ আর জাতীয় স্তরে একশোর বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রিয়াংশু ৷ কাতা, কুমি, কালারি ফাইট, উর্মি, ছুবেরু, স্টিক ফাইট, শোর্ড শিল্ড ফাইট সবেতেই সিদ্ধহস্ত সে ৷ ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাতে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে ৷ কিন্তু, এমাসের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৷ সেই কারণে ফুজাইরায় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না প্রিয়াংশু দাস ৷