পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paresh Ram Das: নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশ সুপারের দ্বারস্থ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক - নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস (Paresh Ram Das) দ্বারস্থ হলেন পুলিশের (Canning MLA at police doorstep in lack of security charge) ৷ বিধায়কের অভিযোগ, তাঁকে প্রাণে মারতে বেশ কয়েক লক্ষ টাকায় রফা হয়েছে ৷

Paresh Ram Das
পুলিশ সুপারের দ্বারস্থ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

By

Published : Oct 12, 2022, 10:35 PM IST

বারুইপুর, 12 অক্টোবর: মিলছে খুনের হুমকি, যে কোনও সময় খুন হয়ে যেতে পারেন তিনি ৷ সবমিলিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস (Paresh Ram Das) শেষমেশ দ্বারস্থ হলেন পুলিশের (Canning MLA at police doorstep in lack of security charge) ৷ বুধবার দুপুরে ক্যানিং পশ্চিমের বিধায়ক বারুইপুর এসপি অফিসে যান পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে । পুলিশের কাছে পরেশ রাম দাসের অভিযোগ, তাঁকে প্রাণে মারতে বেশ কয়েক লক্ষ টাকায় রফা হয়েছে ৷

বিধায়ক পরেশ রাম দাসের চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে বারুইপুর জেলা পুলিশ (Baruipur Police) ৷ উল্লেখ্য, কয়েকমাস আগেও প্রাণহানির আশংকার কথা পুলিশের কাছে অভিযোগ আকারে জানিয়েছিলেন পরেশ রাম দাস ৷ সেই সময় চিরঞ্জিৎ হালদার ওরফে চিরণ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার ফের বারুইপুর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জমা পড়ল বিধায়কের ৷

বিধায়ক পরেশ রাম দাসের অভিযোগপত্র

আরও পড়ুন:60 লক্ষেরও বেশি নগদ উদ্ধার করল নৈহাটি জিআরপিএফ, আটক এক

সংশ্লিষ্ট তৃণমূল বিধায়কের দাবি, এক শুভানুধ্যায়ীর থেকে তিনি জানতে পেরেছেন, তাঁকে খুন করার জন্য বেশ কয়েক লক্ষ টাকায় রফা হয়েছে ৷ অভিযোগের তির এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে ৷ পুলিশ সুপারের কাছে পরেশ রাম দাসের আবেদন, অবিলম্বে তাঁর নিরাপত্তা বাড়ানো হোক এবং ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা হোক ৷ তাঁকে মারার জন্য নাকি জেলে বসেই চক্রান্ত হচ্ছে ৷ গতবার পরেশ রাম দাসের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চিরঞ্জিৎ হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হলেও পরে অবশ্য সে জামিনে ছাড়া পেয়ে যায় ৷ বিধায়কের নতুন অভিযোগ পেয়ে ফের তদন্ত শুরু করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details