কলকাতা, 18 এপ্রিল: আগেও সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন । কঠিন সময়ে ফের একবার CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার মানবিক মুখ প্রকাশ্যে এল । ময়দানের গণ্ডি পেরিয়ে CAB-র শীর্ষকর্তা এবার সুন্দরবনের বাঘ ও কুমিরের আক্রমণ এড়িয়ে বেঁচে থাকা মানুষগুলির পাশে দাঁড়ালেন । লকডাউনে চরম দুর্দশার মধ্যে থাকা সুন্দরবনের মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতি ।
সুন্দরবনের পাশে CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া
জলে কুমির ডাঙায় বাঘ, এই সহাবস্থান নিয়ে সুন্দরবনের মানুষের দিনযাপন । লকডাউনে এইসব মানুষগুলো আতান্তরে পড়েছেন । এঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুন্দরবন ফাউন্ডেশন । সেই উদ্যোগে অংশ নিয়েছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ।
ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর কয়েক হাজার বর্গ কিলোমিটার জুড়ে ম্যানগ্রোভ অরণ্যের বিস্তার । ইউনাইটেড নেশন এই বিস্তৃত এলাকাকে ইতিমধ্যে হেরিটেজ অঞ্চল বলে ঘোষণা করেছে । জলে কুমির ডাঙায় বাঘ, এই সহবস্থান নিয়ে সুন্দরবনের মানুষের দিনযাপন । বাঘ ও কুমিরের আক্রমণে গত 15 বছরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ । সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এইসব মানুষের পাশে সারাবছর থাকে । যাতে তাদের জীবন-জীবিকায় কোনও অসুবিধা না হয় । কিন্তু লকডাউনে এইসব মানুষগুলো সমস্যায় পড়েছেন । এই কঠিন সময়ে খাবার সংগ্রহ করাই বড় চ্যালেঞ্জ তাদের । তাই ওইসব মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুন্দরবন ফাউন্ডেশন । সেই উদ্যোগে অংশ নিয়েছেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । 100-র বেশির পরিবারের হাতে চাল, ডাল, সোয়াবিন, আলু, তেলের মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন । এই সাহায্যের জন্য সুন্দরবন ফাউন্ডেশনের ফাউন্ডার তথা মেম্বার প্রসেনজিৎ মণ্ডল CAB প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ।
লকডাউনে অভিষেক ডালমিয়ার সাহায্যের নজির নতুন নয় । ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেট এমার্জেন্সি ফান্ডে ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন । এই বিষয়ে তিনি বলেন,"সুন্দরবন ফাউন্ডেশন আমাদের ডেকে পুরো পরিস্থিতিটা তুলে ধরে । আমরা তাই সাহায্যের হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । টাইগার উইন্ডোতে থাকা মানুষদের পাশে এইসময় থাকা দরকার । প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সাহায্য করব ।"