সোনারপুর, 2 মে : দুর্গাপুজোয় কলকাতায় দেখা গিয়েছিল বুর্জ খলিফা । তা দেখতে ভিড়-হুড়োহুড়ি । এবার ঈদেও বুর্জ খলিফার আদলে তৈরি হল মণ্ডপ । যদিও ঈদের আগেই কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়েছে বাঁশের তৈরি বুর্জ খলিফা (Burj Khalifa on occasion of Eid collapsed)। গত বছর দুর্গাপুজোয় রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব । একেবারে দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি করা হয়েছিল প্যান্ডেল। তার সঙ্গে ছিল আকর্ষণীয় আলো । যা দেখতে ভিড় করেছিল দূরদুরান্তের বহু মানুষ । ঈদ উপলক্ষে বুর্জ খলিফার আদলেই মণ্ডল তৈরি করা হয়েছিল দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ।
জানা গিয়েছে, পুকুরের উপর বাঁশ, প্লাই, কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল মণ্ডল । তা নিয়ে স্থানীয়দের উন্মাদনা ছিল তুঙ্গে । ইতিমধ্যেই প্যান্ডেল দর্শন করেছেন বহু মানুষ । এদিকে শুক্রবার বিকেল থেকেই মন বদলেছে আবহাওয়ার । ওই দিনই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ।
আরও পড়ুন :উধাও তাপপ্রবাহ ? রাজ্যজুড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
বৃষ্টিতে ভিজেছে প্রায় সব জেলা । কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে । সেই ঝড়বৃষ্টির জেরেই ভেঙে পড়ল ঈদের জন্য তৈরি বুর্জ খলিফা । শনিবার রাতে বৃষ্টি থামতেই প্যান্ডেল মেরামতিতে হাত লাগান স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সোনারপুরে ।
শনিবার সন্ধেয় ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে । রবিবারও মেঘলা আকাশ । বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সোম এবং মঙ্গলবার প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এখনও দু’দিন দাপট দেখাবে কালবৈশাখী । সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার । একদিকে পূবালি হাওয়া এবং অন্যদিতে উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা থাকায় সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে । আর এই জোড়া আশীর্বাদে আগামী কয়েক দিন তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গে । বাড়বে বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে । ফলে সোম এবং মঙ্গলবারের পরও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানিয়েছে হাওয়া অফিস ।