পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঞ্জ রইল, ফ্রেজার সাহেবের স্মৃতি চলে গেল সমুদ্রগর্ভে

যশে শুধু ইংরেজ সাহেবের বিখ্যাত বাংলোই বিলিন হয়নি, এইসঙ্গে ঝড়ের দাপটে জলোচ্ছ্বাসে প্লাবিত ফ্রেজারগঞ্জের বেশ কয়েকটি গ্রাম । একদিকে ঘূর্ণিঝড় যশ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালে গত বুধবার সুন্দরবনের নদী-সমুদ্রে ব্যাপক জলস্ফীতি হয় ৷ বাঁধ উপচে নোনা জলে প্লাবিত হয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর, অমরাবতী, হাতি কর্নার, দাস কর্নার এলাকা ৷

bungalow-of-sir-andrue-fraser-washed-out-in-sea
bungalow-of-sir-andrue-fraser-washed-out-in-sea

By

Published : May 28, 2021, 2:08 PM IST

Updated : May 28, 2021, 2:43 PM IST

ফ্রেজারগঞ্জ, 28 মে : বুলবুল, আয়লা, আমফানের মতো ভয়ঙ্কর ঝড়ের ধাক্কা সামলে স্মৃতিটুকু টিকে ছিল ৷ যশে সেটুকুও ভেসে গেল ৷ দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জের বিখ্যাত ফ্রেজার সাহেবের বাংলো তলিয়ে গেল সমুদ্র গর্ভে ৷

জলচ্ছাসে সমুদ্রগর্ভে ফ্রেজার সাহেবের বাংলো

কলকাতার কাছে ভ্রমণে অন্যতম পছন্দের জায়গা বকখালি । বকখালির পাশেই ফ্রেজারগঞ্জ । যেখানে ঘুরতে গেলে লেফটেনেন্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার (1903-1908) সাহেবের ঐতিহাসিক বাংলো দেখতে যেত পর্যটক ৷ এককালে এই বিলাসবহুল বাংলোতে ছিল দফতর খানা, গভর্নর সাহেবের থাকার জন্য দুটি শয়ন কক্ষ, একটি পানশালা, সংগ্রহশালা ও গ্রন্থাগার । সময় ও প্রকৃতির ঝাপটা সামলে যার অংশ বিশেষ কয়েকটা ভাঙা পিলার টিকে ছিল । কিন্তু এবারের ঘূর্ণিঝড়ে রুদ্ররূপ ধারণ করে সমুদ্র ৷ ফলে অতিরিক্ত জলোচ্ছ্বাসে সমুদ্রগর্ভে মিলিয়ে গেল সেটুকুও ৷ বঙ্গোপসাগরের তীরে স্থায়ী বাঁধ না থাকাতেই ঐতিহাসিক প্রাসাদ ধুয়ে মুছে সাফ হয়ে গেল, অভিযোগ স্থানীয়দের ।

তবে যশে শুধু ইংরেজ সাহেবের বিখ্যাত বাংলোই বিলিন হয়নি, এইসঙ্গে ঝড়ের দাপটে জলোচ্ছ্বাসে প্লাবিত ফ্রেজারগঞ্জের বেশ কয়েকটি গ্রাম । একদিকে ঘূর্ণিঝড় যশ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালে গত বুধবার সুন্দরবনের নদী-সমুদ্রে ব্যাপক জলস্ফীতি হয় ৷ বাঁধ উপচে নোনা জলে প্লাবিত হয়েছে নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর, অমরাবতী, হাতি কর্নার, দাস কর্নার এলাকা ৷

ফ্রেজার সাহেবের বাংলো, 2017

আরও পড়ুন: ত্রাণ সরবরাহ প্রধান লক্ষ্য, হিঙ্গলগঞ্জের বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

স্থানীয় বাসিন্দা রেখা রানি মণ্ডল বলেন, "প্রতি বছরই বানভাসি হয় এলাকা । তবুও স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়াতেই আজ শয়ে শয়ে মানুষ ঘড়ছাড়া । ফ্রেজার সাহেবের বাংলোও বিলীন হয়ে গেল ৷"

ফ্রেজার সাহেবের বাংলোর ধ্বংসাবশেষ, 2020

যদিও দ্রুত বাঁধ মেরামতের প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন ৷ আধিকারিকদের দাবি, নতুন করে ফ্রেজারগঞ্জ পর্যটনকেন্দ্রকে সাজিয়ে তোলা হবে ।

Last Updated : May 28, 2021, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details