দক্ষিণ 24 পরগনা, 20 জুন: জীবন হাতে নিয়েই দীর্ঘদিন ধরে যাতায়াত গ্রামবাসীদের । যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা । এমনই চিত্র দেখা গেল দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং ব্লকের ডাবু এলাকায় । নেই রক্ষণাবেক্ষণ, বেহাল অবস্থা সেতুর।
সাতমুখি ডাবু খালের উপর বহু পুরনো সেতু, যার দৈর্ঘ প্রায় 70 ফুট ৷ সেতুর এক প্রান্তে রয়েছে বাণীবাদা বেলেখালি ও জয়রামখালি গ্রাম আর অন্য দিকে দুমকি গ্রাম ৷ মাঝখানে ঝুলছে বিপদজনক সাতমুখি ডাবু খালের সেতু ৷ এই সেতু দিয়ে প্রায় নিত্যদিন যাতায়াত কয়েক হাজার মানুষের ৷
দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পড়ে রয়েছে সেতু ৷ ভেঙে পড়েছে সেতুর সব রেলিং। ওই সেতুর উপর দিয়ে কোনও গাড়ি গেলে সেতু দোলে পাখির বাসার মত । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। দুর্ঘটনা ঘটলে থাকবে প্রাণহানির আশঙ্কাও । গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামবাসীদের বক্তব্য, যদি এই সেতুটি নতুন করে মেরামত করা হয় তাহলে তাঁদের যাতায়াতের এত অসুবিধা হত না ।
জীবন হাতে নিয়েই যাতায়াত, ক্যানিংয়ের ডাবু এলাকায় বেহাল সেতু সেতুটির বেহাল দশার কথা স্বীকার করে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, "দীর্ঘ কয়েক বছরের রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটির ভগ্নপ্রায় দশা হয়েছিল ৷ আমি ভোট প্রচারে গিয়ে তা নিজের চোখে প্রত্যক্ষ করেছি ৷ আমি গ্রামবাসীদের কথা দিয়েছি যে, খুব শীঘ্রই সেতুটি নতুন করে মেরামতি করা হবে। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের কাছে আবেদন করেছি, খুব শীঘ্রই সেতুটি নির্মাণের কাজ শুরু হবে।"