গঙ্গাসাগর, 14 জানুয়ারি : হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মকর সংক্রান্তিতে ভিড় উপচে পড়ল গঙ্গাসাগরে (gangasagar mela 2022) ৷ সামাজিক দূরত্ব তো দূর অস্ত, মাস্কহীন মুখের ভিড়ই চোখে পড়ল বেশি ৷
মাস্ক না পড়েই চলছে স্নান, কেনাকাটা, ঘোরাফেরা ও খাওয়াদাওয়া ৷ মুখে মাস্ক নেই কেন, জিজ্ঞাসা করতেই একাধিক অজুহাত ৷ কেউ বলছেন কথা বলছি বলে খুলে রেখেছি, কেউ বলছেন স্নানে যাচ্ছি বলে খুলে রেখেছি তো কেউ আবার প্রকাশ্যে মিথ্যে করে বললেন 'একটু আগেই মাস্কটা পড়ে গেল রাস্তায়' ৷
একদিকে মাইকে চলছে করোনা বিধি মেনে চলার জন্য সচেতনতার প্রচার আর একদিকে মাস্কহীন মানুষের ভিড় রাস্তায় ৷ মাইকিংয়ের আওয়াজ যেন কারও কানেই পৌঁছচ্ছে না ৷ চোখে পড়ল না কোনও পুলিশি পদক্ষেপও ৷