সোনারপুর, 4 জুন : প্রেমের সম্পর্ক রাখতে না চাওয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করল যুবক । অভিযুক্তের নাম সুরজিৎ মণ্ডল (22) । সোনারপুরের গোড়খাঁড়া এলাকার ঘটনা । ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে যুবতি ।
প্রেমের সম্পর্ক রাখতে অস্বীকার, যুবতির অন্তরঙ্গ ছবি সোশাল মিডিয়ায় - post
দুই বছরের সম্পর্ক আর রাখতে না চাওয়ায় যুবতির অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করল যুবক ।
দু'ই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সুরজিৎ ও ওই যুবতির । প্রেমিকা কলেজের প্রথম বর্ষের ছাত্রী । কিন্তু মাস দুয়েক আগে তাদের সম্পর্কে ভাঙন ধরে । অভিযোগ, এরপরই সুরজিৎ যুবতিকে নানারকম হুমকি দিতে শুরু করে । সম্পর্ক রাখতে অস্বীকার করলে তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে দেয় । ঘটনায় যুবতি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে । এরপরই গতরাতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ জানায়, সুরজিৎকে আজ বারুইপুর আদালতে তোলা হয়েছিল । আদালত তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে ।