জীবনতলা (দক্ষিণ 24 পরগনা), 6 সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতির জেরে বালকের মৃত্যুর অভিযোগ ৷ দক্ষিণ 24 পরগনার মঠেরদিঘি ব্লক গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ উঠল ৷ মৃত বালকের নাম আনারুল মিস্ত্রি ৷ রবিবার আনারুলকে সাপে কামড়ায় ৷ এর পর তাকে চিকিৎসার জন্য স্থানীয় মঠেরদিঘি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, সেখানে কোনওরকম চিকিৎসা না করিয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় ৷ তার পর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ ক্যানিং নিয়ে যাওয়ার পথেই আনারুলের মৃত্যু হয় ৷
দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার মঠেরদিঘি গ্রামের বাসিন্দা জিয়ারুল মিস্ত্রির ছেলে আনারুলকে গতকাল সাপে কামড়ায় ৷ মাঠে খেলার সময় তার পায় সাপে কামড়ায় ৷ সে বাড়িতে গিয়ে বিষয়টি জানায় ৷ তৎক্ষণাৎ তাকে মঠেরদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আনারুলকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে নামমাত্র একটা ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের ৷ বারবার চিকিৎসককে জানালে তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ ৷ বেশ কিছুক্ষণ ওইভাবে ফেলে রাখার পর আনারুল অচেতন হয়ে পড়লে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷