ভাঙড়, 12 অগস্ট : আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির ভাড়া করা বাড়ির খুব কাছেই উদ্ধার হল বোমা ৷ বুধবার ভাঙড়ের এই বাড়িতেই ছিলেন বলে জানান আইএসএফ বিধায়ক ৷ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা বোমা দেখতে পেয়ে কাশীপুর থানায় খবর দিলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।
বিধায়ক এই ঘটনায় বলেন, "ভোটের পর শাসকদলের থেকে একাধিকবার হুমকি পেয়েছি । আমি এই এলাকায় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ঘর ভাড়া করে থাকছি । সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছি । এমতাবস্থায় কিছু দুষ্কৃতী এসব করছে । আমি রীতিমতো আতঙ্কে আছি । পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করব ।"