বাসন্তী, 18 জুন: বাসন্তীতে উদ্ধার 6-7টি তাজা বোমা ৷ রবিবার একটি নির্মীয়মাণ বাড়ির পাশের ঝোপ থেকে বোমাগুলি উদ্ধার হয় ৷ একটি ব্যাগের মধ্যে রাখা ছিল ওই তাজা বোমাগুলি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ ৷ এলাকাবাসীদের সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করে তারা। কে বা কারা এই নির্মীয়মাণ বাড়ির পাশে বোমা-সহ ব্যাগটি রেখে গেল, তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ ।
জানা গিয়েছে, শনিবার বাসন্তী এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছিল ৷ তার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ । ওই ঘটনার পর বোমা উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্কের ছবি ধরা পড়েছে । এই বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না । তবে কি বিরোধীরা বারবার যেটা অভিযোগ করছে সেটাই সত্যি ? এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমাগুলি মজুত করা হয়েছে ৷ এমনই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও গোটা বিষয় তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ । এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে ।