পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Recovered in Bhangar: শনিতে আইএসএফ-পুলিশ খণ্ডযুদ্ধ, রবিবার আরাবুলের বাড়ির পিছনে বোমার বস্তা - Arabul Islam House in Bhangar

উত্তপ্ত ভাঙড় ৷ আইএসএফের প্রতিষ্ঠা দিবসের আগের দিন ভাঙড়ে তৃণমূল-আইএসএফ কর্মীদের মধ্যে গোলমাল বাধে ৷ শনিবার সেই রেশ ধর্মতলা পর্যন্ত গড়ায় ৷ এরপর রবিতে ফের ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনা ঘটল (Bomb in Bhangar South 24 Parganas) ৷

Bomb Recovered
বোমা উদ্ধার

By

Published : Jan 22, 2023, 1:49 PM IST

Updated : Jan 22, 2023, 2:05 PM IST

রবিবার তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির পিছনের জমি থেকে বোমার বস্তা উদ্ধার হল

ভাঙড়, 22 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচন আসন্ন ৷ তার আগে থাকতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড় ৷ শনিবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (Indian Secular Front), বা আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস ছিল ৷ এর আগে শুক্রবার থেকেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় । তৃণমূল আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ বোমাবাজি থেকে পার্টি অফিসে আগুন, মারামারি সব মিলিয়ে পরিস্থিতি এখনও থমথমে (Bomb recovered near TMC Leader House) ৷

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফ-এর সভার আয়োজন করা হয় ৷ ভাঙড়ে তৃণমূল কর্মী ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষের আঁচ এসে পৌঁছেছিল কলকাতার ধর্মতলায় ৷ সেখানে প্রতিষ্ঠা দিবসের সভায় বিক্ষোভে বসেন আইএসএফ নেতা-কর্মীরা ৷ পুলিশ সেখানে হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ পুলিশকে লক্ষ্য করে আইএসএফ কর্মীরা ইট ছোড়ে ৷ দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ৷ সভার মঞ্চ থেকে কর্মীদের পুলিশ টেনে প্রিজন ভ্যানে তোলে বলে অভিযোগ ৷ এমনকী বাদ যাননি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ৷ তাঁকেও গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: আইএসএফ-এর সঙ্গে সংঘর্ষে আহত একাধিক ডিসি-সহ 19 পুলিশকর্মী, দাবি সিপি'র

এরপর রবিবার ফের চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে ৷ সকালে উদ্ধার হল বস্তাভর্তি বোমা ৷ বোমা পাওয়া গেল তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বাড়ির পিছনের চাষের জমি থেকে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানান গিয়েছে, রবিবার সকালে বস্তাভর্তি বোমা দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয় ৷ কে বা কারা বোমা রেখে গিয়েছে তা এখনও স্পষ্ট নয় ৷ তবে তদন্তে নেমে পুলিশ তিনজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে ৷ বোমা ছাড়াও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ৷

এই ঘটনা প্রসঙ্গে আরাবুল ইসলামের ছেলে হাকিবুল বলেন, "শনিবার রাত থেকে ওই জমিতে আইএসএফের কর্মীরা বোমা-বন্দুক নিয়ে বসেছিল ৷ রাতে অন্ধকারে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর উদ্দেশ্য ছিল । তবে সাধারণ মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ৷" শনিবার ধর্মতলা চত্বরে আইএসএফ কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধের চিত্র এখনও টাটকা ৷ ইট বৃষ্টি থেকে কাঁদানে গ্যাস- দুই পক্ষের লড়াইয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার প্রাণকেন্দ্র ৷ পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিক অর্থে ভাঙড়ের রাজনীতিতে উত্তাপ বেড়েছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে বোমা-পিস্তল চালানোর লোক পাবে না তৃণমূল, কটাক্ষ সেলিমের

Last Updated : Jan 22, 2023, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details