পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Blast in Bhangar: বিকট শব্দে বোমা বিস্ফোরণ, উড়ল তৃণমূল কর্মীর বাড়ির ছাদ - Bomb Blast in tmc worker house at bhangar

ফের বিস্ফোরণ ৷ এবার ঘটনাস্থল ভাঙড় ৷ বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির ছাদ ৷ গুরুতর আহত এক মহিলা ৷

Etv Bharat
ভাঙড়ে বোমা বিস্ফোরণ

By

Published : May 23, 2023, 11:10 PM IST

ভাঙড়, 23 মে: এগরা ও বজবজের বিস্ফোরণের ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে । বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির ছাদ । মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ভাঙড় 2 নম্বর ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গানিরআইটে ৷ মঙ্গলবার বিকেলে হঠাৎই বোমা বিস্ফোরণের তীব্র আওয়াজ শুনতে পান স্থানীয়রা । পরে জানা যায়, স্থানীয় তৃণমূল কর্মী আরিফুল মোল্লার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বোমার তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একাংশ পুরোপুরি উড়ে গিয়েছে । টালির চাল এবং বারান্দার ছাদও বোমার আঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে ।

আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । আশপাশের বাড়িতেও বোমার আঘাতে কিছুটা হলেও ক্ষতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । এই ঘটনায় একজন মহিলাকে গুরুতর আহত অবস্থায় ঘটকপুকুরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে ৷ আহত ওই মহিলার নাম রোশনারা বিবি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ । শুরু হয়েছে তদন্ত ।

বোমা ঘরের ভিতরে মজুত করা ছিল নাকি বাইরে থেকে ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । আইএসএফের অভিযোগ, তৃণমূলের ওই ব্যক্তি বোমা মজুত করেছিল এলাকায় অশান্তি পাকানোর জন্য । তবে এই বিষয়ে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, "আইএসএফের কর্মীরা বাইরে থেকে বোমা ছোড়ার ফলেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এলাকায় প্রতিনিয়ত অশান্তি পাকানোর চেষ্টা করছে আইএসএফ ।"

আরাবুলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় আইএসএফ নেতা আইনুল হক বলেন, "এলাকায় অশান্তি পাকানোর জন্যই তৃণমূল বোমা মজুত করেছিল আমাদের দলের কেউ বোমা ছোড়েনি । পুলিশ ঘটনার তদন্ত করুক তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হবে ।"

আরও পড়ুন :দুবরাজপুরে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, আতঙ্কে প্রতিবেশীরা

ABOUT THE AUTHOR

...view details