পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Diamond Harbour ASI Death : ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকের রক্তাক্ত দেহ উদ্ধার - Police Death

ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় (Police Death) ৷ নাম সমীর দাস ৷

Police Death news
ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার

By

Published : May 31, 2022, 10:18 AM IST

ডায়মন্ড হারবার, 31 মে : সাত সকালে ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকের রহস্য মৃত্যু (Police Death)। এএসআই পদে কর্মরত ওই পুলিশ আধিকারিকের নাম সমীর দাস ৷ বাড়ি হাওড়াতে । ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

জানা গিয়েছে, সোমবার রাতে ডায়মন্ড হারবার সরিষা হাটে ডিউটিতে ছিলেন পুলিশ আধিকারিক । কাজ শেষে পুলিশ কোয়ার্টারে ফিরছিলেন তিনি । কিন্তু মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাটা পাম্পের কাছে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ এদিন সকালে 117 নম্বর জাতীয় সড়কের পাশে দেহটি দেখতে পান স্থানীয়রা ৷ খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশে ৷ ঘটনাস্থলে পুলিশ এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে এবং ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এদিন সকালে 117 নম্বর জাতীয় সড়কের পাশে বাটা পাম্পের কাছে পুলিশ আধিকারিক সমীর দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা

আরও পড়ুন :তাজমহল দেখতে গিয়ে মালদার পর্যটকের মৃত্যু

পুলিশ আধিকারিকের এই মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ঘটনায় একটি বাসকে আটক করেছে পুলিশ । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ । ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ ।

For All Latest Updates

TAGGED:

Police Death

ABOUT THE AUTHOR

...view details